খুব সম্প্রতি ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামের একটি ইনস্টা পেজ থেকে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। সেখানে একেবারে অন্যমনস্কভাবেই দেখা মিলেছে অভিনেত্রীর। কোন পরিচিত কাউকে দেখে হেসে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী, আর তখনই ঘটে বিপত্তি। আরেকটু হলেই দুর্ঘটনা ঘটাতেন অভিনেত্রী। ভাঙতেন পাও। উল্লেখ্য, পরিচিত মানুষকে দেখে হাই হিলে সামনের দিকে এগোতে গিয়ে নীচের দিকে তাকাননি অভিনেত্রী। আর তখনই উঁচু নীচু জায়গায় পা বেসামাল হয় তার। সেখানে উপস্থিত দুজন সাথে সাথে তাকে সাহারা দেওয়ায় এবারের মতো সামলে নিয়েছিলেন অভিনেত্রী। চিন্তিত ছিলেন না বরং নিজের কাণ্ড দেখে নিজেই হাসছিলেন এশা। আর এই পুরো ঝলকটিই ধরা পড়েছে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ার পাতায় যা শেয়ার হতেই ভাইরাল হয়েছে অধিকাংশের মাঝে। এদিন অভিনেত্রীকে হাই থাই স্লিটেড জাম রঙের ফুলস্লিভ পোশাকেই দেখা গিয়েছিল।
Esha Gupta: কথা বলতে গিয়ে অন্যমনস্ক এশা, পড়তে পড়তেই সামলালেন অভিনেত্রী
এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে 'ফেমিনা মিস ইন্ডিয়া' হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগৎ-এ নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে…

আরও পড়ুন