Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Howrah-Puri Vande Bharat Express: অপেক্ষা আর মাত্র ৬ দিনের, শুরু হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, জানুন রুট এবং সময়

আগামী ১৫ তারিখ থেকে চালু হতে চলেছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। পুরি স্টেশন থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন এই ট্রেনের। রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ফলে হাওড়া থেকে…

Avatar

আগামী ১৫ তারিখ থেকে চালু হতে চলেছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। পুরি স্টেশন থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন এই ট্রেনের। রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ফলে হাওড়া থেকে পুরী পৌঁছতে এক ঘন্টা কম সময় লাগবে। বর্তমানে এই রুটের দ্রুততম ট্রেন হলো পুরী শতাব্দী এক্সপ্রেস। ওই ট্রেনে হাওড়া থেকে পুরী পৌঁছতে ৭ ঘন্টা ৩৫ মিনিট সময় লাগে। ট্রায়াল রানে বন্দে ভারত এক্সপ্রেস ৬ ঘন্টা ২৫ মিনিটে ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছিল। চলতি বছরের পয়লা জানুয়ারি যেখানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল, সেখানেই এবারে হাওড়া-পুরি এক্সপ্রেস নতুন করে পর্যটনের জোয়ার আনবে বলে মনে করছে রেল।

মে মাসেই দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। প্রথম ট্রেনের মতো দ্বিতীয় ট্রেনেও একই রকম সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতীয় রেল। গত ২৮ এপ্রিল সকালে হাওড়া পুরি বন্দে ভারতের প্রথম ট্রায়াল রান হয়েছিল। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এই ট্রেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই দিন দুপুর সাড়ে বারোটায় পুরী পৌঁছে যায় বন্দে ভারত এক্সপ্রেস। এরপর দুপুরে পুরি থেকে রওনা দিয়ে রাত ৮টার মধ্যে হাওড়া পৌঁছে যায় বন্দে ভারত। অর্থাৎ একই দিনে পুরি গিয়ে আপনি ঘুরে আসতে পারবেন। বন্দে ভারত করে পুরি গেলে সময় অনেকটা কম লাগবে। মাত্র সাড়ে ছয় ঘন্টার মধ্যে পুরী পৌঁছে যেতে পারবেন আপনি। এই শাখায় বন্দে ভারত ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় ৭৭ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। হাওড়া থেকে ছাড়ার পর পুরীগামী এই বন্ধে ভারত এক্সপ্রেসের প্রথম স্টেশন হবে খড়গপুর। এরপরে বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদায় দাঁড়াবে এই ট্রেন।

About Author