খেলাক্রিকেট

IPL 2023: KKR বা RR নয়, প্লে-অফে উঠবে এই ৪ দল! বড় ভবিষ্যৎবাণী করলেন হরভজন সিং

আজ আইপিএলে দিনের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। পাশাপাশি দিনের দ্বিতীয় খেলায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

Advertisement
Advertisement

চলতি আইপিএলের গ্রুপ পর্যায়ে ইতিমধ্যে প্রায় বেশিরভাগ দল ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। বর্তমানে চলতি আইপিএলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে সহজেই অনুমান করা যাচ্ছে কোন চারটি দল পৌঁছাবে প্লে-অফে। পাশাপাশি কোন দলগুলি সেরা চারের লড়াই থেকে ছিটকে যাবে তার ছবি প্রায় স্পষ্ট। এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং চলতি আইপিএলের প্লে-অফ নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন। এদিন তিনি জানালেন, কোন ৪টি দল পৌঁছাবে চলতি আইপিএলের সুপার ফোরে।

Advertisement
Advertisement

বর্তমানে আইপিএলের প্রত্যেকটি ম্যাচ প্লে-অফে পৌঁছানোর হিসাব সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে। এদিন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং সরাসরি বলেন, ‘চলমানরত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস কিংবা লখনউ সুপার জায়েন্টসের মতো দল গুলো পৌঁছাবেনা সেরা চারে। তার বদলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর প্রতিনিধিত্ব করবে চলতি আইপিএলের সুপার ফোরে।’

Advertisement

এদিকে হরভজন সিংয়ের এমন মন্তব্যের পর রীতিমতো হতবাক হয়েছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা। কারণ বর্তমানে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে তথা গতবারের ফাইনালিস্ট রাজস্থান রয়্যালসকে নিজের পছন্দের তালিকায় রাখেননি হরভজন সিং। পাশাপাশি কে এল রাহুলের নেতৃত্বে লখনউ সুপার জায়েন্টস বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। এমন পরিস্থিতিতে হরভজন সিংয়ের সেরা ফোর নির্বাচনে কিছুটা হলেও অবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

Advertisement
Advertisement

আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ আইপিএলে দিনের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। পাশাপাশি দিনের দ্বিতীয় খেলায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

Advertisement

Related Articles

Back to top button