গতকাল আইপিএলে পয়েন্টস টেবিলের নিচে থাকা সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নেমেছিল দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে প্রায় পরাজিত হওয়া ম্যাচকে জয়ের গন্ডি পার করান অধিনায়ক নীতিশ রানা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক নীতিশ রানা। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে হায়দ্রাবাদের শক্ত বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে নাইট শিবির।
দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং। পাশাপাশি অধিনায়ক নীতিশ রানা ৩১ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। এদিকে বিস্ফোরক নীতিশ রানাকে আউট করতে অবিশ্বাস্য ক্যাচ ধরেন হায়দ্রাবাদের অধিনায়ক মার্করাম। ইনিংসের ১২তম ওভারে নিজেই বোলিং করেন হায়দ্রাবাদের অধিনায়ক। ওই ওভারের দ্বিতীয় বলে নীতিশ রানা লম্বা শর্ট খেলতে গিয়ে বল শূন্যে তুলে দেন। মার্করাম বল করার পর প্রায় ২০ গজ পিছনে দৌড়ে লাফিয়ে অবিশ্বাস্য ভাবে লুফে নেন নীতিশ রানার ক্যাচ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowWhat a catch by captain Aiden Markram. pic.twitter.com/XJNpcS20cm
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 4, 2023
মার্করামের অবিশ্বাস্য ক্যাচের জন্য বিস্ফোরক হয়ে ওঠার আগে সাজঘরে ফেরেন নীতিশ রানা। এদিকে মার্করামের অবিশ্বাস্য ক্যাচ দেখে হতবাক হয়েছেন ধারাভাষ্যকার থেকে শুরু করে সাধারণ ক্রিকেট প্রেমীরা। ধারাভাষ্যকারদের ভাষায়, উক্ত ক্যাচটি হতে চলেছে এবারের আইপিএলের সেরা ক্যাচ। এদিকে কলকাতার দেওয়া ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় সানরাইজ হায়দ্রাবাদ। কলকাতার বিপক্ষে ম্যাচ হারার পাশাপাশি চলতি আইপিএলের সুপার ফোরের লড়াই থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল হায়দ্রাবাদ।