সাম্প্রতিক ভাইরাল হওয়া ভ্লগে কৃতিকা পায়েল ও আরমানের যমজ সন্তানদের দেখানোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাদের ছোট ছোট হাতের ছোঁয়া তার চোখে জল এনে দিয়েছিল। বলাই বাহুল্য, এই মুহূর্তে অয়ন ও তুবাকে নিয়েই মেতে রয়েছেন আরমান ও তার দুই স্ত্রী।ভিডিওতে কৃতিকাকে বলতে শোনা গিয়েছে, ছেলে অয়নের মুখ পুরো জায়েদের মতো হয়েছে। পাশাপাশি মেয়ে তুবা যে খুবই কিউট হয়েছে সেকথাও বলতে শোনা গিয়েছে তাকে। ভ্লগ চলাকালীনই কৃতিকা নিজের ফোনে বাচ্চা দুটির ভিডিও করে সেটি আরমানের প্রথম স্ত্রী পায়েলকে দেখানোর কথা বলেছেন তিনি। কারণ দুটি যমজ সন্তান জন্ম দেওয়ার পর এখন রেস্ট নিচ্ছেন পায়েল। তবে তাদের জন্মের পর ছয়দিনের মাথাতেই অয়ন ও তুবার মুখ প্রকাশ্যে এনে মিডিয়ার পাতায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তারা। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের পাতায় তাদের শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই সেকথা স্পষ্ট হবে।
Armaan-Payel Twins Baby: আরমান-পায়েলের জমজ সন্তানের মুখ দেখালেন কৃতিকা, শুভেচ্ছাবার্তায় ভরালেন ভক্তরাও
কয়েকদিন আগেই ইউটিউবার আরমান ও পায়েলের জমজ সন্তান এই পৃথিবীর আলো দেখেছে। সম্প্রতি নিজেদের ভ্লগে তাদের দুজনের মুখ প্রকাশ্যে এনেছেন আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা। এই মুহূর্তে সেই ঝলক দেখেই আবেগপ্রবণ…

আরও পড়ুন