Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকা কি সত্যিই আসছে? কোন দেশ এই নাম দিল? এই নামের অর্থই বা কি?

মে মাস আসতে না আসতেই আবারও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী কয়েক দিনে একটি নিম্নচাপ পুঞ্জিভূত হতে চলেছে বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড়…

Avatar

মে মাস আসতে না আসতেই আবারও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী কয়েক দিনে একটি নিম্নচাপ পুঞ্জিভূত হতে চলেছে বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হবেই এমন নিশ্চয়তা এখনো পর্যন্ত দেননি আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় শক্তি বৃদ্ধি করে, সেদিন নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। নিম্নচাপ থেকে ক্রমাগত শক্তি বৃদ্ধি করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা কিংবা ঘূর্ণিঝড় তৈরি হলে, সেটি কোথায় আঘাত করবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস দেওয়া হয়নি।

তবে যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে যতদূর সম্ভব তার নামকরণ হবে মোকা। এই নামকরণ করেছে মূলত ইয়েমেন। রীতি অনুযায়ী WMO/ESCAP এর সদস্য দেশগুলি বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের নামকরণ করে থাকে। সেইমতো এইবার ইয়েমেনের পালা। এই মোকা নামটির সঙ্গে জড়িয়ে আছে একটি কফির সুবাস। রোহিত সাগরের উপকূলে প্রাচীন বন্দর শহর Mokah এর নাম অনুযায়ী এই অনাগত ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বন্দর থেকে বিভিন্ন প্রান্তে ইয়েমেনের বিখ্যাত কফি রপ্তানি করা হয়। গত ২০০ বছর ধরে অফিস সাম্রাজ্যে এই দেশ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে। অন্যদিকে এই প্রাচীন বন্দরের নাম অনুযায়ী আরো একটি কফির নাম রয়েছে, Mocha। বাংলায় একই রকম শোনালেও ইংরেজি নামটা অন্যরকম। এটি এক ধরনের বিখ্যাত কফি এবং যারা কফি বিলাসী তাদের কাছে মোকার প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। তবে এবার এসেই মোকার সঙ্গেই জড়িয়ে গেল সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম।

About Author