Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Neel-Trina: ধারাবাহিক শেষ হতেই নতুন লুকে পর্দার ঝোরা, কি বলছেন নীল!

তৃণা সাহা ও নীল ভট্টাচার্যের জুটি বাংলা ধারাবাহিক জগৎ-এর অন্যতম চর্চিত জুটি। সেই শুরুর সময় থেকেই মিডিয়াতে চর্চিত তারা। বিয়ের পর আরো বেশি চর্চাতে থাকেন নীল ও তৃণা। কয়েকদিন আগে…

Avatar

তৃণা সাহা ও নীল ভট্টাচার্যের জুটি বাংলা ধারাবাহিক জগৎ-এর অন্যতম চর্চিত জুটি। সেই শুরুর সময় থেকেই মিডিয়াতে চর্চিত তারা। বিয়ের পর আরো বেশি চর্চাতে থাকেন নীল ও তৃণা। কয়েকদিন আগে তাদের বিচ্ছেদের খবরও রটেছিল মিডিয়ার পাতায়। আর সেই প্রসঙ্গেই অভিনেত্রী সাফ জানিয়েছিলেন , এই ধরনের খবর প্রভাব ফেলে তাদের পরিবারের উপর। আর এর জন্য তাদেরও একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি এও জানিয়েছিলেন, নীল ও তার পরিবার অনেক বড়। অতএব, এই ধরনের কোন সংবাদ প্রকাশ করার আগে প্রকাশকদেরও মাথায় রাখা উচিৎ তারাও মানুষ। এই প্রসঙ্গে নীলও মজার ছলে জানিয়েছিলেন, এমন বড় সিদ্ধান্ত যদি তারা নেন তবে সকলকে জানিয়েই নেবেন। তার জন্য সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বিচার করার প্রয়োজনীয়তা নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, এই মুহূর্তে নিজের নতুন লুকের সূত্র ধরেই চর্চায় তৃণা। আর সূত্রেই পুনরায় চর্চিত নীল। খুব সম্প্রতি স্টার জলসার পর্যায় শেষ হয়েছে ‘বালিঝড়’। এই ধারাবাহিকে কৌশিক রায় ও ইন্দ্রাসিশ রায়ের বিপরীতেই দেখা মিলেছিল তার। তবে কম টিআরপির কারণেই দ্রুত বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। আর ধারাবাহিক শেষ হতেই একেবারে ভিন্ন লুকে তৃণা, যা এই মুহূর্তে নজর কেড়েছে একাংশের। আর তার সেই ঝলক দেখে কি বলছেন নীল!

বলাই বাহুল্য, নীল ও তৃণা দুজনেই একই হেয়ার স্টাইলিস্টয়ের কাছ থেকে চুল স্টাইল করান। তার ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতেই রয়েছে। তবে ‘বালিঝড়’এর শেষে একেবারে ছোট চুলেই নিজের লুক সেট করেছেন অভিনেত্রী। আর তার এই লুক আপাতত পছন্দও হয়েছে নেটজনতার একাংশের। কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তৃণাকে, আবার কেউ তার আগের লম্বা চুলের প্রশংসা করেছেন। উল্লেখ্য, খুব সম্প্রতি অরিন্দম শীল পরিচালিত ‘ইস্কাবনের বিবি’র শুটিং শেষ হয়েছে। এই ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী। অন্যদিকে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে নীলের ‘বাংলা মিডিয়াম’ও। তবে এই প্রসঙ্গে এখনো চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে তেমন কিছু জানানো হয়নি।

About Author