Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডিপকাট পোশাক পরা নিয়ে পলকের মন্তব্য কন্ট্রোভার্সিতে মুখ খুললেন সালমান খান, বললেন, ‘পুরুষরা যেমনভাবে নারীদের দেখে..’

কিছুদিন আগে রিলিজ করেছে সালমান খানের বহু প্রতিক্ষিত সিনেমা 'কিসি কা ভাই কিসি কা জান'। গত একুশে এপ্রিল এই সিনেমা রিলিজ করার পর থেকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বলিউড প্রেমীদের…

Avatar

কিছুদিন আগে রিলিজ করেছে সালমান খানের বহু প্রতিক্ষিত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। গত একুশে এপ্রিল এই সিনেমা রিলিজ করার পর থেকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বলিউড প্রেমীদের মধ্যে। পাশাপাশি এই সিনেমায় অভিনয় করা অভিনেত্রী পলক তিওয়ারির একটি মন্তব্যও ইন্টারনেট দুনিয়াতে ক্রমশ ভাইরাল হচ্ছিল। আসলে এই পলক তিওয়ারি জানিয়েছিলেন যে সালমান খানের সেটে কাজ করতে গেলে মেয়েদের কেমন পোশাক পরতে হয়। এই নিয়ে ব্যাপক কন্ট্রোভার্সি হওয়ার পর পলক জানিয়েছিলেন তাঁর কথার বিকৃত অর্থ উপস্থাপন করা হচ্ছে। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই নিয়ে মুখ খুললেন ভাইজান নিজেই।

একটি টিভি অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলতে গিয়ে সালমান খান বলেন, “আমি মনে করি নারীদের শরীর খুবই মূল্যবান। তারা যত বেশি আচ্ছাদিত, তত ভাল। পরিবেশটা একটু অন্যরকম হয়। ব্যাপারটা নারীদের নিয়ে নয়। এটা পুরুষদের সম্পর্কে। পুরুষরা যেভাবে নারীদের দেখে, আপনি জানেন, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা… আমি এটা পছন্দ করি না। আমি চাই না যে তাঁরা এসবের মধ্য দিয়ে যাক।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে কিছুদিন আগে এক সাক্ষাৎকারের সময় পলক জানিয়েছিলেন যে সালমান খানের সেটে মেয়েরা ডিপ কাট পোশাক পরে থাকবেন এটা ভাইজান পছন্দ করেন না। আর এই মন্তব্য ব্যাপক ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়াতে। তবে এবার সমস্ত কথাই নিজের মুখেই পরিষ্কার করলেন সালমান খান। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিনেমাতে রয়েছে বিরাট স্টারকাস্ট। সালমান খান এবং শাহনাজ গীলের পাশাপাশি এই সিনেমাতে রয়েছেন পূজা হেগড়ে, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, ভাগ্যশ্রী, পলক তিওয়ারি প্রমুখরা।

About Author