বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম মাধ্যম। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দ মতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম।
উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। ‘উল্লু’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায়। সম্প্রতি উল্লুর তেমনই আরো একটি বোল্ড সিরিজের কথা উঠে এসেছে তার একাধিক বোল্ড ঝলকের সূত্র ধরেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখ্য, এই নিবন্ধের সূত্র ধরে উল্লুর ‘নামাক’ রয়েছে চর্চায়। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল মুসকান আগারওয়ালকে। বলাই বাহুল্য, তিনি বর্তমান দর্শকদের একাংশের মাঝে ওয়েব দুনিয়ার অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবেই পরিচিত। পর্দায় তার অর্থাৎ ‘নামাক’এর স্বপ্নার অভিনীত সাহসী দৃশ্য রীতিমতো ঘাম ঝরায় দর্শকদের। আপাতত, ‘নামাক’এর সাহসী দৃশ্যগুলির সূত্রেই চর্চায় মুসকান।
এই সিরিজের গল্প এগোয় স্বপ্না নামের এক বিবাহিত মহিলার জীবনকে কেন্দ্র করে। বিয়ের পর যার প্রতি তার স্বামী ছাড়া শারীরিকভাবে আকৃষ্ট হতে থাকেন সকলেই। পাড়ার দোকানদার থেকে শুরু করে আকৃষ্ট হতে থাকে পাড়ার মোড়ে বসে থাকা ছেলেরাও। এরপর স্বপ্নার স্বামীর বসের নজরও পরে তার উপর। চাকরিতে পদোন্নতির লোভে সে নিজের স্ত্রীকে বাধ্য করে তার বসের সাথে ঘনিষ্ঠ হতে। কি হবে এরপর? মন বদলে স্বপ্নাকে এসে কি তার স্বামী বাঁচাবে? নাকি তার সাথে অন্যায় হতে দেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে সিরিজে। উত্তর পেতে দেখতে হবে গোটা সিরিজটি। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে ৬-ই জানুয়ারি উল্লুর পর্দায় মুক্তি পেয়েছে ‘নামাক’।