ভাইরাল হওয়া ভিডিওর শুরুতে এক গৃহবধূকে উনুনে সম্ভবত কাঁচা আমের একটি পানীয় ভালোভাবে রান্না করে নিতে দেখা যাচ্ছে। এরপর সেটি নামিয়ে একটি বড় ক্যানে সেটি ঢেলে ঢাকনা আটকে দেন তিনি। এরপর সেই ক্যান একটি বড় স্টিলের ড্রামের মধ্যে বসানো হয়। পরে পাখায় একটি মোটা, বড় দড়ি বেঁধে সেটি ঝুলিয়ে রাখা হয়। এরপর সেই দড়িই বেঁধে দেওয়া হয় ছোট ক্যানটির সাথে। বাঁধার পরে ঐ বড় স্টিলের ড্রামের মধ্যে বরফের একাধিক বড় বড় টুকরো রেখে দেওয়া হয়। এরপর আস্তে করে ফ্যান চালিয়ে দেওয়া হয়। ক্যানটি ধীরে ধীরে ঘুরতে থাকে যতক্ষণ না বরফ গলে যায়। এরপর সমস্ত বরফ গলে যাওয়ার পর যখন ক্যানটি ঐ ড্রামের মধ্যে থেকে করে এনে খোলা হয় দেখা যায় তার মধ্যে রাখা সেই পানীয় অনেকটা আইসক্রিমের মতো হয়ে গিয়েছে। ফ্রিজে থাকলে ঠিক যতটা জমাট বাঁধে ততটা না হলেও, গরমের দিনে এটি খেলে যে আত্মতুষ্টি মিলবে, তা আর বলার অপেক্ষা রাখছে না। মহীন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্র এই ভিডিও শেয়ার করে নিয়ে লিখেছিলেন, এমন ঘটনা শুধু ভারতেই ঘটা সম্ভব।Where there’s a will, there’s a way.
— anand mahindra (@anandmahindra) March 29, 2023
Hand-made & Fan-made ice cream. Only in India… pic.twitter.com/NhZd3Fu2NX
Fan Made Ice Cream: ফ্রিজ ছাড়াই আইসক্রিম বানালেন এই গৃহবধূ, দেখে অবাক গোটা নেটদুনিয়া
সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেরদের বেশিরভাগ সময়টাই…

আরও পড়ুন