চলতি আইপিএলে গ্রুপ পর্যায়ে কলকাতার বিরুদ্ধে জয়লাভের স্বপ্ন একপ্রকার দুঃস্বপ্ন পরিণত হয়েছে বিরাট কোহলিদের। টানা দুই ম্যাচে বিশাল ব্যবধানে পরাজয় ঘটেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি ব্যাঙ্গালোরের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি। গতকাল কলকাতার বিপক্ষে চিন্নাস্বামীতে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর নিজের দলের অভিজ্ঞ ক্রিকেটারদের এক হাতে নিয়েছেন বিরাট কোহলি।
ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের সামনে বলেন,’কলকাতা নাইট রাইডার্স আমাদের বিরুদ্ধে ম্যাচ জেতেনি, বরং আমরাই ওদের হাতে ম্যাচ তুলে দিয়েছি। আমাদের বোলারদের ব্যর্থতা তো ছিলই, উপরন্ত ব্যাটসম্যানরা চরম হতাশার পরিচয় দিয়েছেন কলকাতার বিপক্ষে। যে বলে একাধিক রান আসার কথা, সেই বলে পেশাদারিত্বের মতো শর্ট না খেলে সরাসরি ক্যাচ তুলেছেন ব্যাটসম্যানরা। তাছাড়া আমরা একাধিক ক্যাচ করেছি ফিল্ডিংয়ের সময়। যার ফলে ৩০-৩৫ রান বেশি করতে সক্ষম হয়েছে কলকাতা নাইট রাইডার্স।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল চিন্নাস্বামীতে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে কলকাতা ঝড়ের গতিতে রান তুলে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একের পর এক আউট হয়ে সাজঘরে ফেরেন ব্যাঙ্গালোরের তারকা ক্রিকেটাররা। দলের জন্য একমাত্র বিরাট কোহলি ৫৪ রানের ইনিংস খেলেন। ২০ ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে বিরাট কোহলিরা। ফলে নাইট বাহিনী ২১ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে।