ফের নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। বাংলা এবং অসম, কোথায় বা কবে প্রধানমন্ত্রী পা রাখবেন তা এখনো পর্যন্ত অনিশ্চিত থাকলেও, মে মাসের প্রথম ১০ দিনের মধ্যেই আরো একটি সেমি হাই স্পিড ট্রেন চালু হতে চলেছে বলে রেলসুত্রের খবর মিলেছে। মঙ্গলবার নতুন বন্দে ভারতের রেক চেন্নাই থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। ফলে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন রেলপথ চালু হবে বলে মনে করছেন অনেকে।
অতিসত্বর ১৬ কোচের একটি রেক চলে আসবে বলে রেল কর্তারা জানাচ্ছেন। সমস্ত প্রস্তুতি নেওয়ার পরেও মূলত রেকের অভাবে গত ১৪ এপ্রিল এনজেপি এবং গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা সম্ভব হয়নি। উত্তর-পূর্ব সীমান্ত রেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে পাঁচটি পুরনো প্রকল্প জাতির উদ্দেশ্য উৎসর্গ করেছিল। সেই সূত্রে এবার হয়তো আরও একটি রেলপথ চালু করা হবে এই রুটে। মঙ্গলবার উত্তর-পূর্ব রেলের একজন আধিকারিক বলেছেন, ‘রেক যখন পাওয়া যাচ্ছে তখন ট্রেন চালানোর ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা নেই। তবে কবে থেকে এই ট্রেন চলবে তার সময়সূচী এবং ভাড়া রেলবোর্ড নিজেরা নির্ধারণ করবে।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রধানমন্ত্রীর সময় পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের ক্ষেত্রে রেলবোর্ডের প্রাথমিক সবুজ সংকেত ইতিমধ্যে রয়েছে। সোমবার রেলমন্ত্রকের তরফ থেকে বন্দে ভারতের দুটি রেক দেওয়ার জন্য চেন্নাইয়ে একটি চিঠি গিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে চেন্নাই থেকে একটি রেক নিউ জলপাইগুড়ির দিকে রওনা দিয়েছে ইতিমধ্যেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন রেলপথ যুক্ত হবে বন্দে ভারতের তালিকায়।