Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mithun Chakraborty: ৭৬’টি পোষ্য কুকুরের জন্য বানিয়েছেন আলাদা বাংলো, রয়েছে গাছের শখও

মিঠুন চক্রবর্তী নামটা বলিউডের পাশাপাশি টলিউডের অন্যতম বড় একটি নাম। নিজের চেষ্টায় শূন্য থেকে আজ এই জায়গায় পৌঁছেছেন অভিনেতা। বানিয়েছেন একাধিক বিলাসবহুল বাংলো, কিনেছেন একাধিক বিলাসবহুল গাড়িও। কয়েকদিন আগে নিজের…

Avatar

মিঠুন চক্রবর্তী নামটা বলিউডের পাশাপাশি টলিউডের অন্যতম বড় একটি নাম। নিজের চেষ্টায় শূন্য থেকে আজ এই জায়গায় পৌঁছেছেন অভিনেতা। বানিয়েছেন একাধিক বিলাসবহুল বাংলো, কিনেছেন একাধিক বিলাসবহুল গাড়িও। কয়েকদিন আগে নিজের ছোট ছেলে নামাসির সূত্র ধরেই চর্চায় উঠে এসেছিলেন। খুব শীঘ্রই তার অভিনীত প্রথম ছবি ‘ব্যাড বয়’ মুক্তি পেতে চলেছে। নামাসি পা রাখতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। অনুসরণ করছেন বাবার পথই। আর সেই পথ চলায় বাবার পাশাপাশি পাশে পেয়েছেন পরিবারের সকলকেই। তার আসন্ন ছবির একাধিক প্রচার অনুষ্ঠানে দেখা মিলেছে মিঠুনের। তবে এর মাঝেই নিজের শখের কারণে চর্চায় অভিনেতা।Mithun Chakraborty: ৭৬'টি পোষ্য কুকুরের জন্য বানিয়েছেন আলাদা বাংলো, রয়েছে গাছের শখওএকসময় অভিনেতার কাছে কিছু না থাকলেও, বর্তমানে তিনি বানিয়েছেন নিজের অঢেল সম্পত্তি। মুম্বাই শহরেই রয়েছে তার একাধিক বিলাসবহুল বাংলো। মুম্বাইয়ের বান্দ্রায় তার বিলাসবহুল বাড়ি থাকলেও, তিনি নিজের গোটা পরিবারকে নিয়ে বেশিরভাগ সময়টাই কাটান নিজের মাঢ বাংলোতে। উল্লেখ্য, তিন ছেলে, এক মেয়ে, স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে একসাথেই থাকেন অভিনেতা। সাথে থাকে বেশ কয়েকটি পোষ্যও।Mithun Chakraborty: ৭৬'টি পোষ্য কুকুরের জন্য বানিয়েছেন আলাদা বাংলো, রয়েছে গাছের শখওঅভিনেতার গাছ ও কুকুরের শখ রয়েছে দীর্ঘদিন ধরেই। নিজের প্রিয় এই মাঢ বাংলোতেই নিজের পরিবারের পাশাপাশি প্রিয় পোষ্য কুকুরদের নিয়েও থাকেন অভিনেতা। উল্লেখ্য, বিভিন্ন প্রজাতির কুকুর রয়েছে অভিনেতার সংগ্রহে, যার সংখ্যা শুনলে চমকে যাবেন সকলেই। নিজের পোষ্য কুকুরদের জন্য আলাদা আলাদা ঘর পর্যন্ত বানিয়েছেন তিনি।এক সাক্ষাৎকারে অভিনেতার পুত্রবধূ ও মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী মাদালসা শর্মা জানিয়েছিলেন, অভিনেতা ভীষণভাবে কুকুর ভালবাসেন। তিনি নিজেও একজন কুকুরভক্ত। এই মুহূর্তে তাদের বাড়িতে মোট ১৬ টি কুকুর রয়েছে। তাদের আলাদাভাবে যত্ন নেওয়া হয়। খেয়াল রাখা হয় তাদের খাওয়া-দাওয়া, শরীর ও চানের। এমনকি সময়মতো তাদের হাঁটতেও নিয়ে যাওয়া হয়। আর এইসব বিষয়ে ভীষণভাবে সচেতন অভিনেতা। উল্লেখ্য সূত্রের খবর, এই মুহূর্তে অভিনেতার পোষ্য কুকুরের সংখ্যা ৭৬। আর তাদের জন্য রয়েছে আলাদা বিলাসবহুল বাংলো। দেখাশোনা করার জন্য রয়েছে একাধিক লোকও।Mithun Chakraborty: ৭৬'টি পোষ্য কুকুরের জন্য বানিয়েছেন আলাদা বাংলো, রয়েছে গাছের শখওকুকুর ছাড়াও গাছপালার শখ রয়েছে অভিনেতার। তার বাড়িতে রয়েছে একাধিক ফল, সবজি ও ফুলের গাছ। বেশিরভাগ সময় তাদের যত্ন নেন নিজেই। এত বড় মানুষ হয়েও সাধারণ জীবনযাপনে বিশ্বাসী অভিনেতা। ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার হওয়ার পাশাপাশি মুম্বাইয়ের একাধিক হোটেলের মালিকও তিনি। তার বান্দ্রার বাড়ির মূল্য কয়েক কোটি টাকা। সব মিলিয়ে তার গোটা সম্পত্তির মূল্য আকাশ ছোঁয়া, যা শুনলে মাথা ঘুরে যাবে সাধারণের।Mithun Chakraborty: ৭৬'টি পোষ্য কুকুরের জন্য বানিয়েছেন আলাদা বাংলো, রয়েছে গাছের শখও
About Author