বিনিয়োগকারীদের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন হলো কোথা থেকে কত টাকা আয় করবেন এবং কোথায় বিনিয়োগ করে কত টাকা বাঁচাবেন। এখন সকলের কাছেই অনেক বিকল্প রয়েছে আয়কর বাঁচানোর। তবে, কোন পদ্ধতিতে বিনিয়োগ করলে সবথেকে বেশি টাকা সেভ করা যাবে, সেটা সকলের কাছেই বেশ ধন্দের। অনেকেই এই টাকা সেভ বিষয়টি নিয়ে বেশ চিন্তায় থাকেন। কোথায় টাকা সেভ করবেন, কোথায় বেশি লাভ, সেটা নিয়ে সকলের মাথায় চিন্তা বর্তমান। সেই নিয়েই আজকে আমরা আপনাকে জানাবো। এমন একটি লগ্নির ঠিকানার ব্যাপারে আপনাকে আমরা বলবো, যেখানে বিনিয়োগ করে আপনি অনেক টাকা বাঁচাতে পারেন।
আয়কর আইনের 80C ধারা অনুযায়ী, আপনি টাকা বিনিয়োগ করে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর সেভ করতে পারেন। তবে, আপনি চাইলে এর থেকেও বেশি বিনিয়োগ করতেই পারেন। কিন্তু, কর ছাড় আপনি ১.৫ লাখ টাকা পাবেন। তবে, আজকে আমরা এমন একটা পদ্ধতির ব্যাপারে জানাবো, যেখানে আপনি ১০ লাখ টাকা আয় করলেও ১ টাকাও আপনাকে কর দিতে হবেনা। অর্থাৎ বার্ষিক ১০ লাখ টাকা আয় পর্যন্ত আয়কর একেবারে শূন্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপুরনো ব্যবস্থায় আপনি PPF, ELSS, EPF এ বিনিয়োগ করে ১.৫ লাখ টাকা অবধি কর বাঁচাতে পারবেন। এছাড়াও, NPS স্কিমে বিনিয়োগ করলে আপনি ৫০,০০০ টাকা অবধি আরো বাঁচাতে পারবেন। এক্ষেত্রে আপনি 80CCD ধারা অনুযায়ী কর বাঁচাতে পারবেন। এবারে যদি আপনি একটি ফ্ল্যাট বা বাড়ি কিনে থাকেন, তাহলে আপনি ২ লাখ টাকা অবধি কর বাঁচাতে পারবেন। একটি মেডিকেল পলিসি গ্রহণ করা থাকলে আপনি ২৫,০০০ টাকা অবধি সেভ করছেন। এছাড়াও বাবা ও মায়ের নামে প্রবীণ নাগরিক হিসাবে আপনার বীমা নেওয়া থেকে থাকে তাহলে আপনি আরো ৫০,০০০ টাকা অবধি সেভ করবেন কর।
এছাড়াও, আয়কর আইনের ধারা অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত কর ২.৫% অর্থাৎ ১২,৫০০ টাকা। এমন পরিস্থিতিতে আপনি ১২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। তাই আপনাকে আর কোনো কর দিতেই হচ্ছেনা।