Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Income Tax: মোদি সরকারের নতুন ঘোষণা, নতুন কর ব্যবস্থায় এবারে পাবেন দুটি নতুন সুবিধা, খুশি আয়করদাতাদের মধ্যে

এবার থেকে আয়কর রিটার্ন তাদেরকে দাখিল করতেই হবে, যাদের আয় করযোগ্য আয়ের চেয়ে বেশি। কারো বার্ষিক আয় করযোগ্য আয়ের চেয়ে বেশি হলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। একই সঙ্গে…

Avatar

এবার থেকে আয়কর রিটার্ন তাদেরকে দাখিল করতেই হবে, যাদের আয় করযোগ্য আয়ের চেয়ে বেশি। কারো বার্ষিক আয় করযোগ্য আয়ের চেয়ে বেশি হলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। একই সঙ্গে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে অনেক ধরনের কর ছাড়ও দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায়, মোদি সরকার নতুন কর ব্যবস্থায় দুটি নতুন সুবিধা দিয়ে জনগণকে স্বস্তি দিয়েছে।দুটি নতুন ঘোষণাএই বছর মোদি সরকার একটি নতুন কর ব্যবস্থা চালু করেছে। ২০২৩ সালের বাজেটে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেছিলেন। এই ঘোষণাগুলিতে, নতুন কর ব্যবস্থা সম্পর্কে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দুটি গুরুত্বপূর্ণ ঘোষণাও ছিল, যার কারণে করদাতারা প্রচুর সুবিধা পেতে চলেছেন এই বছর থেকে।বাজেট ২০২৩ পেশ করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন কর ব্যবস্থায় ট্যাক্স স্ল্যাবগুলি বাড়িয়েছেন এবং এই জাতীয় আয়ের উপর কর জমা দেওয়ার সীমাও বাড়িয়েছেন। এর সাথে, যদি কোনও করদাতা নতুন কর ব্যবস্থা থেকে আইটিআর ফাইল করেন, তবে তাকে ৭ লক্ষ টাকার বার্ষিক আয়ের উপর কোনও কর দিতে হবে না। অর্থাৎ, কারও বার্ষিক আয় যদি ৭ লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে তাকে নতুন কর ব্যবস্থায় কর দিতে হবে না।স্ট্যান্ডার্ড ডিডাকশনএর সাথেই ২০২৩ সালের অর্থ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা করেছেন। এর আগে নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাননি মানুষ। ২০২৩ সালের বাজেট পেশ করার সময়, নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে, এখন থেকে নতুন কর ব্যবস্থায়, বেতনভোগী এবং পেনশনভোগীরা ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবেন।জনগণ স্বস্তি পেয়েছে৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কর ছাড় এবং ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের কারণে, এবার থেকে ৭.৫ লক্ষ টাকার বার্ষিক আয়ের উপরে মানুষকে আর কোনও কর দিতে হবে না। এই দুটি ঘোষণার পরে, ভারতীয়রা আইটিআর পূরণে অনেক স্বস্তি পাবেন।
About Author