সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি দেশজুড়ে সমস্ত সীমানা ছাড়িয়ে রাজ করতে শুরু করেছে। শুধুমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও বেশ ভাল ব্যবসা করছে ছবিটি। পাওয়ার-প্যাকড অ্যাকশনের সাথে দর্শকদের নিখুঁত পারিবারিক বিনোদনের একটা মিশেল দিতে পেরেছে সলমন খান ও পূজা হেগরে অভিনীত এই ছবিটি। সলমনের এই ছবিটি ক্রমাগত বক্স অফিসের সমস্ত রেকর্ড ভাঙতে শুরু করেছে।
ফরহাদ সামজি পরিচালিত এই ছবিটি প্রথম দিন থেকেই ভালো আয় করতে শুরু করেছিল। এই ছবিটি প্রথম দিনেই, ১৫.৮১ কোটি টাকা আয় করেছিল। তারপর থেকে ছবিটি নিজের দুর্দান্ত বৃদ্ধি অব্যাহত রেখেছে। বড়ো উৎসব এবং উইকেন থাকার কারণে রবিবার পর্যন্ত ছবিটি ব্যাপক ব্যবসা করেছে। এমনিতেই ঈদের সময়ে সলমনের একটা না একটা সিনেমা আসেই। আর সেই সিনেমা সুপারহিট হয়। এটাও একইভাবে হয়েছে সুপারহিট। রবিবার, ফিল্মটি ২৬.৬১ কোটি টাকা সংগ্রহ করেছে। সব মিলিয়ে এই ছবির নেট সংগ্রহ ৩ দিনে ৬৮.১৭ কোটি টাকা হয়েছে। তবে, চতুর্থ দিনে একেবারে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে মুভিটি। এই সিনেমাটি ইতিমধ্যেই ১০০ কোটি কামিয়ে ফেলেছে। এখন সারা বিশ্বের আয় মিলিয়ে বলতে গেলে বর্তমানে এই আয় ১১২.৮০ কোটি টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি সলমন ভক্তদের মধ্যে রীতিমতো উন্মাদনা তৈরি করছে। সালমানের স্টারডম তার রঙ দেখাতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের দর্শকরা প্রচুর সংখ্যায় সিনেমা হলে আসছেন। ১৫.৮১ কোটির একটি চমত্কার ওপেনিং করার পরে, ছবিটির সংগ্রহ তার দ্বিতীয় দিনে ২৫.৭৫ কোটি হয়েছে। তৃতীয় দিনে, রবিবার ২৬.৬১ কোটি আয় করেছে এই ছবিটি। সবমিলিয়ে তিন দিনে মোট ৬৮.১৭ কোটি আয় করেছে ছবিটি।
‘কিসি কা ভাই কিসি কি জান’ আদতে তামিল ফিচার ‘বীরাম’-এর হিন্দি রিমেক, যেখানে অজিথ প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন ভেঙ্কটেশ দাগ্গুবাতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দর সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জাসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি এবং ভিনালি ভাটনগর।