এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ২৪ রানের ব্যবধানে জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অথচ ম্যাচটি কোন এক সময় পাঞ্জাবের হাতের মুঠোয় ছিল। তবে পাঞ্জাব কিংসের ক্রিকেটারদের দুর্বল ব্যাটিংয়ের জোরে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে আরও একধাপ এগিয়ে গেছে বিরাট কোহলিরা। এদিন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে পাঞ্জাবের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।
যদি ম্যাচ প্রসঙ্গে বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, পাঞ্জাবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ব্যাঙ্গালোর। দলের ওপেনিং জুটিতে বিরাট কোহলি এবং ডুপ্লেসিসের ব্যাট থেকে আসে ১৩৭ রানের বিশাল পার্টনারশিপ। এদিকে ১৭৫ রানের ব্যবধানে ব্যাটিং করতে নেমে মাত্র ১৫০ রানে অল-আউট হয় পাঞ্জাব কিংস। আর এরপর পাঞ্জাব কিংসের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারণকে এক হাতে নেন পাঞ্জাবের প্রাক্তন ব্যাটসম্যান তথা কোচ বীরেন্দ্র শেবাগ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowম্যাচ শেষে সংবাদ মাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনি চাইলে কখনো ১৮ কোটি টাকা খরচ করে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। একজন ক্রিকেটারের পেছনে ১৮ কোটি টাকা খরচ করেছেন বলে এই নয় যে সেই ক্রিকেটার ম্যাচ জেতাবে। ম্যাচে জয় নিশ্চিত করতে প্রথমেই প্রয়োজন হয় অভিজ্ঞতার। যেটি আপনি কখনোই টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না।’
উল্লেখ্য, শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে যখন পাঞ্জাবের স্ট্যান্ড-ইন অধিনায়ক ম্যাচের দশম ওভারে দায়িত্বজ্ঞানহীন ভাবেই রানআউট হয়ে বসেন, তখনই বড় মন্তব্য করেন বীরেন্দ্র শেবাগ। সেই মুহূর্তে দিশেহারা পাঞ্জাবের জন্য একটি দায়িত্ব সম্পন্ন ইনিংসের প্রয়োজন ছিল। তবে দায়িত্বহীনভাবে রান নিতে গিয়ে আউট হন স্যাম কারণ, যা দলকে নিশ্চিত পরাজয়ের মুখে ঠেলে দেয়।