Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dil-Do: টাকা রোজগার করতেই বসের সাথে ঘনিষ্ঠ চামেলী, ঝলক দেখেই উষ্ণতা ছড়িয়েছে নেটমহলে

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম মাধ্যম। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দ মতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম…

Avatar

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম মাধ্যম। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দ মতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকেন দর্শকদেরই মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম। উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। আর সেই সূত্রেই এই ওয়েব প্ল্যাটফর্মগুলি তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায়।

দর্শক থেকে মিডিয়ার পাতায় বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম নেই। তার ঝলক অবশ্য প্রায়ই মেলে মিডিয়াতে। বোল্ড ওয়েব সিরিজের সূত্র ধরে চর্চায় উঠে আসেন অভিনেতা-অভিনেত্রীরাও। এই মুহূর্তে ‘উল্লু’ নিজের আরো একটি বোল্ড সিরিজের সূত্র ধরেই চর্চায় রয়েছে। চারমাস আগে ‘উল্লু’তে মুক্তি পেয়েছে ‘দিল-দো’ সিরিজটি। এটি যে ওয়েব দুনিয়ার অন্যতম একটি বোল্ড সিরিজ, তা মানেন অধিকাংশ নেটজনতাই। সম্প্রতি এই সিরিজের ট্রেলার পুনরায় ভাইরাল হতেই চর্চা ‘দিল-দো’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিরিজের গল্পটি এক নব-বিবাহিত যুবতী চামেলীকে নিয়ে, যার স্বপ্ন ছিল একটা ভালো বর ও ঘরের। পরে তার সেই স্বপ্ন পূরণ হলেও, তার জীবনে খুব শীঘ্রই ঘনিয়ে আসে অন্ধকার। বিয়ের কয়েকদিনের মধ্যেই তার স্বামী হঠাৎ করে প্যারালাইসড্ হয়ে যায়। শুয়ে থাকা ছাড়া তার আর কোন কিছুই করার ক্ষমতা থাকে না। এরপর নিজের স্বামীকে সুস্থ করতে ও টাকা রোজগারের জন্য কাজের সন্ধান করতে থাকে চামেলী। ভাগ্যক্রমে চাকরিও পেয়ে যায় সে। এরপর অবলা নারী হিসাবেই টাকা রোজগারের জন্য নিজের অফিসের বসের ঘনিষ্ঠ হয় সে। ধীরে ধীরে এই ব্যাপারগুলির মধ্যে জড়িয়ে পড়তে থাকে সে। শেষপর্যন্ত চামেলীর জীবন কোনদিকে মোড় নেয়! সেটা জানতে গেলে দেখতে হবে গোটা সিরিজটি।

About Author