গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মোহালিতে আইএস বিন্দ্রা স্টেডিয়ামে শক্তিশালী পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আইপিএলের সেই গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে ২৪ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। ফলে আইপিএলের পয়েন্টস টেবিলে যথেষ্ট উন্নতি ঘটেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। তবুও বিরাট কোহলিদের সফলতায় খুশি নন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ম্যাথু হেডেন। ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় সে কথা স্পষ্ট জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।
এদিন পাঞ্জাবের বিপক্ষে খেলতে নেমে ৫৯ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। অন্যদিকে ওপেনিং জুটিতে ডুপ্লেসিস খেলেন ৮৪ রানের লম্বা ইনিংস। মূলত দুই তারকা ব্যাটসম্যানের লম্বা ইনিংসের সুবাদে পাঞ্জাবের বিপক্ষে জয় পায় ব্যাঙ্গালোর। তবে ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় বিরাট কোহলি এবং ডুপ্লেসিসের কার্যপ্রণালীর তীব্র সমালোচনা করেছেন ম্যাথু হেডেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি ম্যাচের ১৪তম ওভারে ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, যদি লম্বা ইনিংস খেলাই আপনার লক্ষ্য হয়ে থাকে তবে আপনার ভুলের শাস্তি পাবে গোটা দল। যখন আপনি আইপিএলের মত টি-টোয়েন্টি লিগ খেলবেন, তখন আপনার প্রথম এবং প্রধান লক্ষ্য থাকবে স্ট্রাইক রেট বাড়ানো এবং যতটা সম্ভব ডট বল কম খেলা। আপনাকে লম্বা শটের পাশাপাশি প্রতি বলে সিঙ্গেলস্ খোঁজার চেষ্টা করতে হবে। যত বল আপনি নষ্ট করবেন, আপনার দল ঠিক ততটাই পিছিয়ে পড়বে।’
আমরা আপনাদের জানিয়ে রাখি এটাই বিরাট কোহলির জন্য প্রথমবার নয়, ইতিপূর্বেও একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা বিরাট কোহলির এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজেদের মতামত দিয়েছেন। যদি ম্যাচ প্রসঙ্গে বলি, তবে আপনাদের জানিয়ে রাখি টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামেন বিরাট কোহলিরা। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। ১৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৫০ রানে অল-আউট হয়ে যায় পাঞ্জাব।