বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন, ফলও পেয়েছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে পিছিয়ে নেই খুদেরাও।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক একরত্তি নিজের মন মাতানো নাচের সূত্র ধরেই পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। এক্ষেত্রে যে ইনস্টাগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ফ, তা আর বলার নয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি এক সেনা জাওয়ান আমোল লেঙ্গারের ইনস্টা অ্যাকাউন্ট থেকে বেশ কিছুসময় আগে শেয়ার করে নিয়েছিলেন। ভিডিওতে এক একরত্তিকে স্কুলের পোশাকেই পিঠে ব্যাগ নিয়ে মারাঠি গানের তালে তাল মিলিয়েই মুখের মজাদার ভাবভঙ্গি করেই নাচতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, এই মুহূর্তে সেই ঝলক বেশ মনে ধরেছে নেটজনতার একাংশের। অবশ্য তার একাধিক ঝলক মিলবে ভাইরাল হওয়া ভিডিওটির কমেন্টবক্সে। সকলের জন্য আবারো রইল সেই ভিডিওই, দেখে নিন।
View this post on Instagram