সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলকে রিণিকে একটি ফ্লোরাল প্রিন্টের ওয়ান পিসে দেখা গিয়েছে। খোলা চুলে, হালকা মেকাপে চোখে চশমা ছিল তার। সাথে দেখা গিয়েছিল চারু আসোফাকেও। এদিন তিনি একটি কালো শর্ট ড্রেসেই ছিলেন। এই মুহূর্তে নেটজনতার একাংশের মাঝে রিণির শেয়ার করে নেওয়া এই ঝলকগুলি রীতিমতো ভাইরাল হয়েছে। আর সেই দেখেই একাংশের মত, তিনি সৌন্দর্যের ও স্টাইলের দিক দিয়ে রীতিমতো টেক্কা দিচ্ছেন মা সুস্মিতা সেনকেও। উল্লেখ্য, জানা গিয়েছে খুব শীঘ্রই বড়পর্দাতে পা রাখতে চলেছেন সুস্মিতা কন্যা রিণি। এর আগে ১৩ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘সুতোবাজি’তেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। আগামী দিনে আরো অনেক ভালো ভালো কাজে তিনি যে তার অভিনয় দক্ষতাকে সকলের সামনে নিয়ে আসতে চলেছেন, তা আন্দাজ করছেন অভিনেত্রী ভক্তরাও।
Sushmita Sen’s Daughter: স্টাইলের দিক দিয়ে মাকেও টেক্কা দেন সুস্মিতা কন্যা, ঝলক ভাইরাল হতেই চর্চায় রিণি
বলিউডের অন্যতম সুন্দরী ও প্রথম সারির অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪'তে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন তিনি। এরপর ১৯৯৬'তে বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। তবে তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।…

আরও পড়ুন