সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে জিমে গিয়ে রীতিমতো শরীরচর্চা করতে দেখা গিয়েছে ডলিকে। ঘাম ঝড়াতে দেখা গিয়েছে কঠোর পরিশ্রমের সাথে। আগের থেকে আরও বেশি ফিট হতে চান তিনি, সেই দিকেই এক ধাপ এগোলেন ডলি। কখনো পায়ের, আবার কখনো কোমরের ব্যায়াম করছিলেন তিনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের সেই শরীরচর্চার ঝলক শেয়ার করে নিয়েই একাংশের মাঝে চর্চিত ডলি জাভেদ। আর বলাই বাহুল্য, এদিন তার জিম লুকও ছিল বেজায় স্টাইলিস, যা ভাইরাল হওয়া ভিডিওতে তার পোশাকে নজর রাখলেই স্পষ্ট হবে।
Urfi’s Sister: জিমে গিয়ে ঘাম ঝড়াচ্ছেন উরফির বোন, ফিটনেসের দিক দিয়ে দিদিকেও টেক্কা দিলেন ডলি
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন