Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shahrukh Khan Family: সামনে এল মান্নতের ঝলক, পুরো পরিবারের সাথেই দেখা দিলেন কিং খান

বলিউডের কিং খান তিনি। ৯০ দশকের অন্যতম প্রথম সারির সুপারস্টার শাহরুখ খান। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত নিজের জনপ্রিয়তা সাধারণের মাঝে বজায় রেখেছেন অভিনেতা। কারণে-অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকেন…

Avatar

বলিউডের কিং খান তিনি। ৯০ দশকের অন্যতম প্রথম সারির সুপারস্টার শাহরুখ খান। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত নিজের জনপ্রিয়তা সাধারণের মাঝে বজায় রেখেছেন অভিনেতা। কারণে-অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকেন তিনি। নিজের কাজের সূত্রে হোক কিংবা ব্যক্তিগত জীবনের সূত্রে শাহরুখ খান সংক্রান্ত কোনো খবরই মিডিয়ার আলোচনার বাইরে নয়। তবে এই মুহূর্তে অভিনেতা নিজের কাজের সূত্র ধরে নয় সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া খান পরিবারের কিছু নতুন ঝলকের সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন।

Shahrukh Khan Family: সামনে এল মান্নতের ঝলক, পুরো পরিবারের সাথেই দেখা দিলেন কিং খান

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকগুলিতে শাহরুখ খানের পাশাপাশি দেখা মিলেছে গৌরী খান, সুহানা খান, আরিয়ান খান ও আব্রাহামের। দেখা গিয়েছে মান্নাতের একাধিক ঝলকও। নিজের মান্নাতের কোনায় কোনায় তুলেছেন ছবি। কখনো সুহানার সাথে, আবার কখনো আরিয়ানের সাথে কিংবা গোটা পরিবারকে সাথে নিয়েই ক্যামেরার সামনে এদিন হাজির ছিলেন কিং খান।

Shahrukh Khan Family: সামনে এল মান্নতের ঝলক, পুরো পরিবারের সাথেই দেখা দিলেন কিং খান

ছবি তোলার সময় কখনো ডেনিম জ্যাকেটে, কখনো কালো লেদার জ্যাকেটে আবার কখনো হুডিতে দেখা মেলেছে কিং খানের। পাশাপাশি মানানসই সাজে সেজে উঠেছিলেন বাকিরাও। সুহানাকে কখনো সাদা শর্ট ড্রেসে, আবার কখনো সাদা-কালোর জাম্পস্যুটে দেখা গিয়েছে। অন্যদিকে আরিয়ান ও আব্রাহামকেও কখনো ডেনিমে, আবার কখনো লেদার জ্যাকেটে দেখা গিয়েছে। এদিন নিজের আকর্ষণীয় লুকও শেয়ার করেছিলেন গৌরী খান। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া মত্ত রয়েছে মান্নাতে খান পরিবারের ছবি দেখে। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন ছবি ‘জাওয়ান’ নিয়ে। বলাই বাহুল্য, অভিনেতা ভক্তরাও দীর্ঘ অপেক্ষায় রয়েছেন এই ছবির জন্য।

About Author