i am dead, ye kya bol diya 💀💀💀খুব স্বাভাবিকভাবেই কপিলের এই কথায় হাসির রোল ওঠে সকলের মাঝে। সকলের পাশাপাশি হেসে ওঠেন বলিউডের ভাইজানও। হাসতে হাসতেই অভিনেতা জানান, তিনি এতক্ষণ চুপ করে ছিলেন, তবে ছোটবেলায় কমলা কুলফি তিনি অনেক খেয়েছেন। আর অভিনেতার এই কথা শুনে হাসি চেপে রাখাতে পারেননি কপিলও। আর ভাইজানের এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে যান পূজা, সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই তা স্পষ্ট হবে।
by inBollyBlindsNGossip
Puja Hegde In Kapil Sharma show: ‘পুরো কমলা কুলফি’ পূজাকে দেখে মন্তব্য কপিলের, ‘অনেক খেয়েছেন’ বললেন ভাইজান
খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ভাইজানের 'কিসিকা ভাই কিসিকা যান' ছবিটি। এই ছবিতে তার বিপরীতে দেখা মিলবে পূজা হেগড়ের। ভাইজান ভক্তরা দীর্ঘদিন ধরেই এই ছবির অপেক্ষায় দিন গুনছেন। এবার…

আরও পড়ুন