চলতি বছরেই মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যা মাক্কার’। উল্লেখ্য ছবির প্রতিটি গানই হিট করেছিল দর্শকদের মাঝে। এবার সেই ছবিরই ‘ঠুমকা’ গানের তালে দেখা মিলল ভ্রুশিকার। বিদেশের মাটিতে হলুদ শাড়িতেই নাচলেন তিনি। একেবারে হুবহু শ্রদ্ধা কাপুরের মতোই খোলা চুলে সেজেছিলেন অভিনেত্রী। এমনকি নাচের ক্ষেত্রেও টেক্কা দিলেন অভিনেত্রীকে, সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলক দেখে তেমনটাই মত নেটজনতার একাংশের। আপাতত, ‘ঠুমকা’র তালে অভিনেত্রীর ঠুমকাই ঘায়েল করেছে তার অগণিত ভক্তমহলকে।
Dance Video: হলুদ শাড়িতে ঠুমকা লাগালেন এই সুন্দরী যুবতী, কিলার এক্সপ্রেশনে ঘায়েল পুরুষ ভক্তরা
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন, ফলও পেয়েছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন