সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে বাঘছাল প্রিন্টের একটি ডিপ নেকলাইন কাটিং ওয়ান পিসে দেখা গিয়েছে। কখনো সুইমিং পুলের ধারে, আবার কখনো আয়নার সামনে দাঁড়িয়েই তুলেছেন ছবি। খোলা স্ট্রেট চুলে হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। গলায় পরেছিলেন ছোট হার্ট সেপের পেনডেন্টও। তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট, যা আবারো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মনেরও। অবশ্য যার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। আপাতত, নেহা নিজের এই বোল্ড ক্যাজুয়াল লুকের সূত্র ধরেই চর্চায় রয়েছেন।
ডিপনেক প্রিন্টেড পোশাকে বোল্ড Neha Malik, আয়নার সামনে দাঁড়িয়ে এমন সাহসী ছবি তুলেছেন
নেহা মালিক বর্তমান প্রজন্মের কাছে বেশ ভালোই পরিচিত একটি মুখ। ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও তার ভালোই পরিচিতি রয়েছে। ভোজপুরি সিনেমাতে কাজ করার পাশাপাশি একাধিক পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও…

আরও পড়ুন