শিল্পা শেট্টি নব্বইয়ের দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের ভক্তদের। গোবিন্দা থেকে শুরু করে অনিল কাপুর, শাহরুখ খান, সালমান খান, সুনীল শেট্টি, অভিষেক বচ্চন, সানি দেওলের মতো একাধিক তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। বর্তমানে বড়পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে যাননি তিনি।
বর্তমানে একাধিক নাচের রিয়্যালিটি শোতেও বিচারক আসনে দেখা মেলে তার। অভিনেত্রীকে যারা চেনেন তারা জানবেন, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। শরীরচর্চা ও ফিটনেসের দিক দিয়েও কম চর্চায় থাকতে দেখা যায় না এই ৪৭ বছর বয়সী অভিনেত্রীকে। তবে এই মুহূর্তে নিজের শেয়ার করে নেওয়া একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
View this post on Instagram
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছিলেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। ঝলকে শিল্পা শেট্টিকে খোলা চুলে, লাল কাফতানে দেখা গিয়েছে। সমুদ্রবক্ষে ক্রুজের উপর দাঁড়িয়েই সময় কাটাচ্ছিলেন তিনি। প্রচন্ড হাওয়ায় ঐ সময়ই তার হাই থাই স্লিটেড কাফতান উড়ে যাওয়ায় ক্যামেরার সামনেই উপস্ মোমেন্টের শিকার হন অভিনেত্রী, যা নিজেই মজার ছলে শেয়ার করেছিলেন অভিনেত্রী। আপাতত, নিজের এই মজার উপস্ মোমেন্টের ঝলকের সূত্র ধরেই চর্চায় শিল্পা শেট্টি।