Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ২৫,৩৩৩ টাকায় বাড়ি নিয়ে যান Splendor Plus i3s Butterfly Yellow Model, জানুন অফার সম্বন্ধে

ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই মার্কেটে একাধিকত্ব বিস্তার করে রেখেছিল হিরো…

Avatar

ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই মার্কেটে একাধিকত্ব বিস্তার করে রেখেছিল হিরো কোম্পানির একটি বাইক। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। হিরো স্প্লেন্ডার হল বাজেট মূল্যের বাইকের রাজা। সম্প্রতি হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের তিনটি রঙের বিকল্প যুক্ত করেছে, যার মধ্যে একটি হল বাটারফ্লাই ইয়েলো মডেল। এটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে গ্রাহকদের মধ্যে।

2023 Splendor Plus i3s এর বাটারফ্লাই ইয়েলো মডেল বাইক ব্যাপক দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষের। এই বাইকের এক্স শোরুম মূল্য ৭৩,৩৩৬ টাকা। এছাড়া রেজিস্ট্রেশন চার্জ ৮,৮৩৪ টাকা এবং বীমা চার্জ ৫,৪১৩ টাকা মিলিয়ে এই বাইকের অনরোড মূল্য প্রায় ৮৭ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে হয়। এই বাইকটি আপনি পেতে পারেন অত্যন্ত সহজ ইএমআই অপশনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

2023 Splendor Plus i3s এর বাটারফ্লাই ইয়েলো মডেল কিনতে আপনাকে ন্যূনতম ২৫,৩৩৩ টাকার ডাউন পেমেন্ট করতে হবে, যার মধ্যে আপনার ঋণের পরিমাণ হবে ৬২,২৫০ টাকা এবং সুদের হার হবে ১২%। আপনি তিনটি সময়ের বিকল্প পাবেন। আপনি যদি এই ইএমআইটি ২ বছরের জন্য করেন, তাহলে প্রতিমাসে আপনার ইএমআই হবে ৩২১৬ টাকা। এছাড়া আপনি যদি এই ইএমআইটি ২.৫ বছরের জন্য করেন, তবে এটি হবে ২৬৯৭ টাকা প্রতিমাসে খরচ। আপনি যদি ৩ বছরের জন্য প্ল্যান বেছে নেন, আপনার প্রতিমাসে ইএমআই হবে ২,৩৫২ টাকা।

About Author