কিছুদিন ধরেই গোটা ভারতজুড়ে উৎসবের মরসুম চলছিল। আর মাত্র কিছুদিন বাকি তারপরই কালী পুজো, ভাইফোঁটা। তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর দিল কেন্দ্র সরকার।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল দুর্গাপুজোর পরেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র। কিন্তু তা মুলতুবি ছিল। আজ বুধবার, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাড়েকর সাংবাদিক বৈঠক করে জানান, প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মী এবং ৬২ লক্ষ পেনশনভোগী বাড়তিহারে ডিএ পাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআগে ১২ শতাংশ হারে ডিএ পেত কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিন্তু এবার অধিক ৫ শতাংশ ডিএ পাবেন তারা। ১২ শতাংশ থেকে ডিএর হার বাড়ল ১৭ শতাংশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের নাকি দেওয়ালির উপহার দেওয়া হচ্ছে।