বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে এই মুহূর্তে নিজের বোনের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত উরফি।
উরফি প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য চর্চিত হন নেটজনতার একাংশের মাঝে। নিজের রূপের দাপটেই দমিয়ে রাখেন নিজের অনুরাগীদের। অবশ্য এক্ষেত্রে পিছিয়ে নেই তার বোনেরাও। তারাও উরফির পাশাপাশি নিজেদের মতো করেই সাধারণের মাঝে নিজেদের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন। তারাও নিজেদের মতো করে যথেষ্ট প্রতিভাবান। এই মুহূর্তে তারই আরো এক ঝলক প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, উরফির বোন উরুসা আপাতত নিজের দুর্দান্ত বেলি ডান্সের সূত্র ধরেই চর্চায় রয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি উরুসা নিজের ইনস্টার পাতাতেই শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে সেই ঝলকের সূত্রেই চর্চায় তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতে তার আনাগোনা নেহাত কম নয়। নেটদুনিয়াতেও তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। উল্লেখ্য, উরুসার শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে নজর রাখলেই এটুকু স্পষ্ট হবে যে তিনি একজন দক্ষ বেলি ডান্স শিল্পী। পাশাপাশি তিনি একজন ডিজিটাল মার্কেটরও। সেকথা অবশ্য তার ইনস্টার ডেসক্রিপশন দেখেই স্পষ্ট হয়েছে। আপাতত, বলিউড মিউজিকের তালে উপযুক্ত বেলি ডান্সের পোশাকেই নজর কেড়েছেন উরুসা। প্রশংসিত হয়েছেন নেটনাগরিকদের একাংশের মাঝেও। অবশ্য তার একাধিক ঝলক উরুসার শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।