সম্প্রতি মুম্বাইয়ের বিলাসবহুল হোটেলের পাশাপাশি সমুদ্রের বিচেও দেখা মিলেছে তার। এদিন একেবারে নিজের মতো করেই কাটিয়েছেন সময়। গোটা শহরটা ঘুরে দেখেছেন আরো একবার। বিকিনি লুকে গা এলিয়ে দিয়েছিলেন বিচে। ইন্ডিয়া গেটের সামনেও গিয়েছিলেন তিনি। খাওয়া দাওয়াও করেছেন নিয়ম ভেঙে। অবশ্য তার ঝলকও রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির মাঝে। পাওভাজির পাশাপাশি ভাত, পরোটা, ডাল, মাছ, মাংস খেয়েছেন সবই। আপাতত, অভিনেত্রীর মুম্বাই সফরের ঝলক রীতিমতো ভাইরাল তার অনুরাগীদের মাঝে।
নীল বিকিনিতে তাপমাত্রা বাড়ালেন Mrunal Thakur, অভিনেত্রীর হটনেস দেখে পাগল হলেন ভক্তরা (PHOTOS)
ম্রুনাল ঠাকুর বিনোদন জগৎ-এর অন্যতম পরিচিত মুখ। টেলিভিশন দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক 'মুঝসে কুছ কেহেতি ..... ইয়ে খামোশিয়া' দিয়েই নিজের অভিনয়ের…

আরও পড়ুন