অবশেষে সমস্ত জল্পনা সত্যি হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্তের কারণে আইপিএল ২০২৩-এ আর দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অফিসিয়াল ভাবে এই তথ্য প্রকাশ্যে না এলেও ধারণা করা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের বিশেষ অনুরোধে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিতে রাজি হয়েছেন সাকিব আল হাসান।
আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের নিলাম থেকে ১ কোটি টাকা ব্যয় করে সাকিব আল হাসান এবং ৬০ লক্ষ টাকা ব্যয় করে লিটন কুমার দাসকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের আন্তর্জাতিক ম্যাচ থাকার দরুন এই দুই তারকা ক্রিকেটারকে আইপিএল খেলার ছাড়পত্র দিতে নারাজ সেদেশের ভোট সভাপতি নাজমুল হাসান পাপন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে যত দিনে সাকিব আল হাসান কলকাতা শিবিরে যোগদান করবেন, ততদিনে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেলবে কেকেআর শিবির। জানা যাচ্ছে, যদি বাংলাদেশী ক্রিকেটারা আইপিএলে যোগদান করেন, তবুও বেশি দিন নিজের দলের হয়ে মাঠে নামতে পারবেন না তারা। কারণ আগামী মাসের প্রথম সপ্তাহে আবারও আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য দেশে ফিরতে হবে তাদের।
পরিস্থিতির দিকে তাকিয়ে কলকাতা নাইট রাইডার্স চাইছে, অন্তত পুরো আইপিএলের আসরে উপলব্ধ থাকবেন এমন একজন ক্রিকেটারকে দলে নিতে। সে ক্ষেত্রে তারা সাকিব আল হাসানের কাছে বিশেষ অনুরোধ করেছে, যেন তিনি আইপিএলের আসর থেকে নিজের নাম তুলে নেন। সেক্ষেত্রে পুরো আসরের জন্য একজন বিদেশী ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা।
ধারণা করা হচ্ছে, সাকিব আল হাসানের উপর যখন এই প্রতিবন্ধকতা লেগেছে তখন সেই তালিকায় যুক্ত হবে লিটন কুমার দাসের নাম। পাশাপাশি বিভিন্ন মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্তের কারণে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটারদের বহিষ্কার করতে পারে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি।