Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nysa Devgan: মায়ের সাথে ছবি তুলতে নারাজ নাইসা, এমন পোশাকে ক্যামেরার সামনে হাজির নাইসা (VIDEO)

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের…

Avatar

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য।

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ ১৯ বছর বয়সী নাইসা। বর্তমানে একাধিক বোল্ড ফটোশুটেও দেখা মেলে কাজল কন্যার। তবে সম্প্রতি নিজের মায়ের সাথে ছবি তুলতে না চাওয়ায় নেটজনতার একাংশের মাঝে রীতিমতো কটাক্ষের স্বীকার হয়েছেন তিনি। এদিন ‘নিতা মুকেশ কালচারাল সেন্টারে’ বসেছিল তারকার হাট। সেখানে কাজলের সাথে উপস্থিত ছিলেন মেয়ে নাইসাও। পাপারাজিৎদের সামনে দুজনকে একসাথে দেখা গেলেও দু-একটি ছবি তোলার পরেই তিনি মঞ্চ ছেড়ে চলে যান। আর সেই দৃশ্য এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে একাংশের মাঝে।

বলাই বাহুল্য, কাজল কন্যার এই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মাঝে রীতিমতো কটাক্ষের স্বীকার হয়েছেন তিনি। বেশিরভাগের মতে এখনকার জেনারেশন নিজেদের অভিভাবকদের সাথে ছবি তুলতেই চায় না। আবার একাংশের মত, আজকালকার বাচ্চারা সকলের সামনেই ভাবনা-চিন্তা না করে নিজেদের অভিভাবকদের অপমান করে দেন। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই এমন একাধিক ঝলক চোখে পড়বে। উল্লেখ্য, সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামের অফিসিয়াল ইনস্টা পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে।

About Author