Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pushpa 2: ২৩-এ নয় ২৪-এই মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’, নতুন করে শুটিংয়ের পরিকল্পনা পরিচালকের

২০২১ থেকেই দক্ষিণী ছবি 'পুষ্পা: দ্যা রাইজ'এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার…

Avatar

২০২১ থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাবার সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত অগণিত দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন।

তবে এই মুহূর্তে খারাপ খবর সমস্ত পুষ্পা ভক্তদের জন্য। ২৩-এ নয় ২৪-এই মুক্তি পাবে দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’। খুব স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর থেকে শোরগোল পড়েছে সমগ্র দর্শকমহলে। সূত্রের খবর অনুযায়ী, কিছু দৃশ্য নতুন করে শুট করার পরিকল্পনায় রয়েছেন পরিচালক সুকুমার। আর এই প্রক্রিয়া যে বেশ সময়সাপেক্ষ হতে চলেছে তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, ছবির বেশ কিছু দৃশ্য বিশাখাপত্তনমে শুটিং করা হয়েছিল। শোনা যাচ্ছে, সেইসমস্ত দৃশ্য নিয়েই এখন অসন্তুষ্ট পরিচালক। আর সেইসমস্ত দৃশ্যই আবারো নতুন করে শুট করার পরিকল্পনা করছেন পরিচালক সুকুমার। আর এই প্রক্রিয়ার জন্য দর্শকদের মে আরো বেশ কিছুটা অপেক্ষা করতে হবে পুষ্পা ভক্তদের।

এই মুহূর্তে পুষ্পা একটি ব্রান্ডের সমান জনপ্রিয়তা অর্জন করেছে। আর তার জন্যই আসন্ন ছবিতে কোনো এক সু-পরিচিত বলি তারকার দেখা মিলতে পারে। তবে তার নাম এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। আপাতত, ছবির সমস্ত তারকারা নিজের আসন্ন ও অন্যান্য চুক্তিবদ্ধ ছবিতেই মনোযোগ দিয়েছেন। তবে এই এপ্রিলে আল্লউ অর্জুনের জন্মদিনেই মুক্তি পেতে পারে ‘পুষ্পা ২’এর ট্রেলার। এখন শুধুই সময়ের অপেক্ষা।

About Author
news-solid আরও পড়ুন