মধ্যবিত্তদের জন্য এবারে নতুন সুখবর নিয়ে আসতে চলেছে টাটা। অনেকে শখের বসে নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে গাড়ি কিনলেও, এখন তেলের মূল্য বৃদ্ধি যেভাবে শুরু হয়েছে তাতে গাড়ি চালানো দায়ের হয়ে উঠেছে। সেই কারণে সব সময় ভেবেচিন্তে এখন গাড়ি কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের কথা ভেবেই এবারে ভারতের মাটিতে নতুন অবতারে আসতে চলেছে টাটা ন্যানো ইলেকট্রিক। খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Tata Nano Ev। এই গাড়িটি বাজারে আসলে স্বভাবতই ক্রেতাদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ার সম্ভাবনা রয়েছে।
টাটা ন্যানোর এই নতুন অবতার ডিজেল এ নয় বরং চলবে ইলেকট্রিকের সাহায্যে। মাত্র কয়েক ঘণ্টা চার্জ দিলেই ৩১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেতে পারবেন আপনি এই গাড়িতে। আর সবথেকে প্রয়োজনীয় তথ্যটি হল, ৩ লক্ষ টাকার থেকেও কমে এই গাড়িটি আপনি কিনতে পারবেন। এই গাড়িটির মূল্য কম হলেও এই গাড়িটির লুক একটি প্রিমিয়াম গাড়ির মত। ভারতের বাজারে এখনো অব্দি সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি এটি। এছাড়াও আপনি পাচ্ছেন দারুন কিছু বৈশিষ্ট্য। চলুন এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদুর্দান্ত কিছু বৈশিষ্ট্য আপনি পাবেন এই নতুন টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িতে। এই গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে সংযোগ, রিমোট লকিং সিস্টেম, মাল্টি ইনফরমেশন ডিসপ্ল, এয়ারকন্ডিশন সিস্টেম, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ব্লুটুথ ফেসিলিটিসহ ৭ ইঞ্চি টাচ স্ক্রিন রয়েছে। এছাড়াও ইনফোটেনমেন্ট সিস্টেম, ইন্টারনেট সংযোগের মতো সুবিধা আপনি এই ইলেকট্রিক গাড়িটা পেয়ে যাবেন। এছাড়াও এই গাড়িতে দুটি ব্যাটারী প্যাক এর সুবিধা দেওয়া হয়েছে। একটি হলো ১৯ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি এবং অপরটি হলো ২৪ কিলোওয়াট ঘন্টার ব্যাটারি, এবং এই দুটি সম্পূর্ণ চার্জ করলে আপনি ৩১৫ কিলোমিটার চালাতে পারবেন টাটা ন্যানো ইলেকট্রিক।