Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোহাগে আদরে, এয়ারপোর্টে স্ত্রীকে জড়িয়ে ধরলেন অরিজিৎ সিং, আদুরে মুহূর্তের ভিডিও ভাইরাল (Watch Video)

সুরের জাদুকর এবং অরিজিৎ সিং, যেন এক সমার্থক শব্দ। আট থেকে আশি সকলেই এই গায়কের সুপারফ্যান। বলিউড থেকে টলিউড সব জায়গায় নিজের গানের প্রতিভার দ্বারা মানুষের মন জয় করে নিয়েছেন…

Avatar

সুরের জাদুকর এবং অরিজিৎ সিং, যেন এক সমার্থক শব্দ। আট থেকে আশি সকলেই এই গায়কের সুপারফ্যান। বলিউড থেকে টলিউড সব জায়গায় নিজের গানের প্রতিভার দ্বারা মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। কখনো তিনি রোমান্টিক গান গেয়েছেন তো কখনো তাঁর গানের সুরের আবেগে চোখ থেকে জল ফেলেছেন অনুরাগীরা। পাশাপাশি বিশ্বমানের তারকা হওয়া সত্বেও অরিজিৎ সিং খুবই সহজ-সরল জীবনযাপন করতে পছন্দ করে। আর অরিজিৎ সিং এর এই মাটির মানুষ মনোভাব আরো মন জয় করে নেয় সাধারণ মানুষের।

আইপিএলের উদ্বোধনীতে আজ আমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছেছিলেন অরিজিৎ সিং। তবে এবার একা নয়। সঙ্গে ছিলেন স্ত্রী কোয়েল সিং। বরাবরের মতোই মিডিয়াকে এড়িয়ে চলার জন্য অরিজিৎ সিং একটি সাদা হুডি এবং মুখে মাস্ক পরে নিরাপত্তার ঘেরাটোপে চলছিলেন। একটু সামনেই ছিলেন স্ত্রী। তারপর সকলের রোমান্টিক প্রিয় গায়ক এমন কিছু করলেন যা দেখে অবাক হয়েছে গোটা নেটবাসি। আসলে হটাৎ জোরকদমে এগিয়ে এসে আমচকাই স্ত্রী কোয়েলকে জাপটে ধরেন গায়ক। সেই আদুরে মুহূর্তের ভিডিয়ো এখন ভাইরাল অরিজিতের একাধিক ফ্যান পেজের সুবাদে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অরিজিৎ সিং এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রেম কাহিনী ঠিক যেন বলিউড সিনেমার মত। জীবনের অনেক চড়াই-উতরাই পেরিয়ে মনের মত জীবনসঙ্গিনী পেয়েছেন জিয়াগঞ্জের ওই ছেলে। স্কুলে পড়বার সময় থেকেই প্রেম দুজনের। অরিজিৎ ‘ফেম গুরুকুল’-এ অংশ নেওয়ার সময়ও কোয়েলের সঙ্গে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন। এমনকি অরিজিতের কাছে সেইসময় ফোনও আসত তাঁর বিশেষ বান্ধবীর। ভাগ্যের পরিহাসে আলাদা হলেও ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। এই জুটির মিষ্টি মুহূর্ত খুব একটা ধরা পড়ে না ক্যামেরায়। তাইতো আজকের এমন ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।

About Author