Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রকাশ্যে রাজীব কুমার, পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছে CBI?

সারদা মামলায় সিবিআই তলব করলে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে তাঁর। সিবিআইকে অসহযোগিতার অভিযোগে মুখ পুড়েছে কলকাতার প্রাক্তন পুলিশ সুপার রাজীব কুমার…

Avatar

সারদা মামলায় সিবিআই তলব করলে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে তাঁর। সিবিআইকে অসহযোগিতার অভিযোগে মুখ পুড়েছে কলকাতার প্রাক্তন পুলিশ সুপার রাজীব কুমার তথা রাজ্যেরও। বর্তমানে রাজ্যের গোয়েন্দা প্রধান এই আইপিএস অফিসার কার্যত পালিয়ে বেড়িয়েছেন বিগত এক মাস ধরে।

এবার হাইকোর্টের রুদ্ধদ্বার শুনানিতে আগাম জামিন পেয়ে প্রকাশ্যে এলেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে চলা এই শুনানির রায় বেরোনোর পর বিচারবিভাগ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একজন প্রভাবশালী পলাতক অফিসারের আগাম জামিনে মামলার মোড় অন্য দিকে ঘুরে যাওয়ার আশঙ্কা করেন অনেকে। যার ফলে, সিবিআইও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরই মাঝে গতকাল আলিপুর আদালতে হাজির হন রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার। আগাম জামিন সংক্রান্ত কাগজপত্র জমা করার জন্যই তিনি আদালতে হাজির হন বলে জানা গেছে। এর আগে এই আলিপুর আদালতই রাজীব কুমারের জামিনের আবেদন খারিজ করেছিল। তবে, দীর্ঘ অজ্ঞাতবাসের পর এদিন প্রকাশ্যে রাজ্যের প্রভাবশালী এই আইপিএস অফিসারকে।

About Author