Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মায়ের পুরনো পোশাক পরে পার্টিতে সুহানা খান, বিশেষ বন্ধুর সাথে প্রকাশ্যে চুম্বন (PHOTOS)

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা…

Avatar

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। মাঝে মাঝেই শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এবং মেয়ে সুহানা খান চর্চার কেন্দ্রবিন্দুতে এসে থাকেন।

সাধারণ ঘরের মেয়েরা মাঝে মাঝেই তাদের মায়েদের পুরনো পোশাক পরে বেরিয়ে পড়েন। কিন্তু এই ট্রেন্ড খুব একটা দেখা যায় না তারকা কন্যাদের মধ্যে। তবে সম্প্রতি গৌরী খানের পুরনো পোশাক পরে বন্ধুর জন্মদিনে উপস্থিত হলেন শাহরুখ কন্যা সুহানা খান। বন্ধু তালিয়া শ্রফের জন্মদিনের পার্টিতে সুহানাকে দেখা গেল গৌরী খানের অ্যানিম্যাল প্রিন্ট ড্রেসে। কাঁধখোলা সাপের গায়ের ছাপওয়ালা এক পোশাকে নজর কাড়লেন সুহানা। কোমরে ধূসর এবং কালোর মিশ্রণে একটি বেল্ট সেই পোশাককে অন্য মাত্রা দিয়েছে। তাঁর রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফ্যানরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খুব শীঘ্রই বলিউডের পর্দায় দেখা মিলবে শাহরুখ কন্যার। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করবেন সুহানা খান। পার্টিতে সঙ্গে ছিলেন তাঁর ‘বিশেষ বন্ধু’ অগস্ত্য নন্দ। অমিতাভ বচ্চনের নাতির সঙ্গেই নাকি প্রেম করছেন শাহরুখ-কন্যা, বলিপাড়ায় এমনই জল্পনা। তাঁদের একসঙ্গেই দেখা যাচ্ছে সব জায়গায়। বন্ধুর জন্মদিনের পার্টিতেও একসঙ্গেই ছবি দেখা গেল তাঁদের। এমনকি তারা পার্টিতে একসাথে ব্যাপক নাচও করেছেন।

About Author