ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি এক বিরাট ব্যক্তিত্ব। প্রতিদিন তার ব্যক্তিগত রেকর্ডের ঝুলিতে যুক্ত হচ্ছে একের পর এক নতুন মুকুট। বয়সের ভারে যখন কোন খেলোয়ার অবসর নেওয়ার কথা ভাবেন লিওনেল মেসি তখন ব্যস্ত বিশ্বজয়ের কাজে। সম্প্রতি ফুটবল বিশ্বকাপে তার নেতৃত্বে বিশ্ব জয় করেছেন শক্তিশালী আর্জেন্টিনা। সেই মেগা টুর্নামেন্টে একাধিক রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি।
ফুটবলের ইতিহাসে দ্বিতীয় প্লেয়ার হিসেবে ৮০০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন লিওনেল মেসি। উল্লেখ্য, ইতিপূর্বে এই কৃতিত্ব অর্জন করেছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ড। এখনো পর্যন্ত এই ফুটবলার ৮৩০টি গোল দিয়েছেন। আর এবার দ্বিতীয় ফুটবলার হিসেবে ৮০০ গোল দেওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশুক্রবার যখন ভারতবাসী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার কাজে ব্যস্ত ছিলেন লিওনেল মেসি। মেসির আর্জেন্টিনা শুক্রবার সকালে বুয়েনস আইরেসের মনুমেন্টাল ডি নুনেজ স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। বিশ্বকাপের পরে এটাই ছিল তাদের তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর সেই ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে জয় সেলিব্রেশন করেছে আর্জেন্টিনা।
এই ম্যাচের ৪৩ মিনিটের মাথায় লিওনেল মেসির অনবদ্য ফ্রি-কিকের ফলে পানামার বিরুদ্ধে ১-০তে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর থিয়াগো আলমাদা ৭৮ মিনিটে দ্বিতীয় গোল করে পানামার পরাজয়ের কফিনে শেষ পেরেক পুতে দেন। আপনাদের জানিয়ে রাখি, পরবর্তী ম্যাচে কুরাকাওয়ের বিপক্ষে আরেকটি গোল করতে পারলেই ১০০ আন্তর্জাতিক গোলের মালিক হবেন লিওনেল মেসি।