Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Closed: এপ্রিল মাসে টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, জানুন কবে রয়েছে ব্যাংকের ছুটি

আপনি যদি এপ্রিল মাসে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করে থাকেন বা আপনার যদি এপ্রিল মাসে ব্যাংক সম্পর্কিত কোন কাজ থাকে তাহলে আরবিআই আপনাদের জন্য নিয়ে এসেছে একটি বড় ঘোষণা। রিজার্ভ ব্যাঙ্ক…

Avatar

আপনি যদি এপ্রিল মাসে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করে থাকেন বা আপনার যদি এপ্রিল মাসে ব্যাংক সম্পর্কিত কোন কাজ থাকে তাহলে আরবিআই আপনাদের জন্য নিয়ে এসেছে একটি বড় ঘোষণা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরাসরি জানিয়ে দিয়েছে, এপ্রিল মাসে ব্যাংকগুলি শুধুমাত্র চার বা পাঁচ দিনের জন্য নয়, পুরোপুরি ১৫ দিনের জন্য বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কে যাবার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে, কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। চলুন দেখে নেওয়া যাক এই তালিকা।

এপ্রিল মাসে, নানা কারণে ব্যাংক বন্ধ থাকবে। এই মাসে বেশ কিছু ছুটি রয়েছে। এর পাশাপাশি শনি এবং রবিবার ব্যাংক বন্ধ থাকবে। তাই এই তালিকা তৈরি করলে সর্বমোট ১৫ দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক। তবে এই ছুটি কিন্তু রাজ্য অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। তাই আপনি নিজের রাজ্য অনুযায়ী ছুটির তালিকা দেখে নিতে পারেন। এই তালিকা অনুযায়ী –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১ এপ্রিল – বার্ষিক রক্ষণাবেক্ষনের জন্য ১লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকে।

২ এপ্রিল – রবিবার

৪ এপ্রিল – মহাবীর জয়ন্তী হওয়ার কারণে অনেক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।

৫ এপ্রিল – বাবু জগজীবন রামের জন্মদিন থাকার কারণে তেলেঙ্গানায় ব্যাংক বন্ধ থাকবে।

৮ এপ্রিল – মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ

৯ এপ্রিল – রবিবার থাকার কারণে ব্যাংক বন্ধ

১৪ এপ্রিল – বাবু সাহেব আম্বেদকর জয়ন্তী/ বোহাগ বিহু

১৫ এপ্রিল – বিষু/বোহাগ বিহু/হিমাচল দিবস/বাংলা নববর্ষ

১৬ এপ্রিল – রবিবার

১৮ এপ্রিল – শব – ই – কদর

২১ এপ্রিল – ঈদ উল ফিতর/ রমজানের ঈদ/ গাদিয়া পূজা/ জুমাতুল ফিদা

২২ এপ্রিল – মাসের চতুর্থ শনিবার/রমজানের ঈদ

২৩ এপ্রিল – রবিবার

৩০ এপ্রিল – রবিবার

তবে নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আপনি কিন্তু ব্যাংকের সমস্ত কাজ করতে পারবেন এই সমস্ত দিনে। তাই অনলাইন ব্যাংকিংকে এই মাসে ব্যবহার করতে পারেন ভালোভাবেই। তবে এপ্রিল মাসে এতদিন ছুটি থাকার কারণে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। তাই আগেভাগে এটিএম থেকে নগদ টাকা তুলে রাখুন এবং বাড়িতে গুছিয়ে রাখুন।

About Author