কয়েকদিন আগেই লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যা মাক্কার’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। ইতিমধ্যেই দর্শকদের বেজায় পছন্দ হয়েছে ছবিটি, তা তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। উক্ত ছবির প্রায় সবকটি গানই শুরু থেকেই দর্শকদের মনে দাগ কেটেছে। রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির প্রায় সবকটি গানই রয়েছে বর্তমানের ট্রেন্ডিং তালিকায়। সেগুলির মধ্যে অন্যতম ‘শো মি দ্যি ঠুমকা’। এবার সেই গানের তালেই রেড শিফন শাড়িতে রিল বানিয়ে শ্রদ্ধা কাপুরকে টেক্কা দিলেন মোনালিসা। এদিন খোলা চুলে, হালকা মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। খুব সম্ভবত নিজের মেকাপ ভ্যান থেকেই শেয়ার করে নিয়েছেন নিজের এই সাম্প্রতিক ভিডিওটি, আর আপাতত সেই সূত্রেই চর্চায় অভিনেত্রী।
‘শো মি দ্যা ঠুমকা’, কমলা শাড়িতে নাচলেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, অভিনেত্রীর হটনেস দেখে মুগ্ধ (VIDEO)
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন