দীর্ঘ 15 বছর আইপিএল খেলে হতাশা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি আইপিএলের শক্তিশালী দল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অধিনায়ক পরিবর্তন থেকে শুরু করে একাধিক ক্রিকেটার পরিবর্তন, সমস্ত পরিকল্পনা গ্রহণ করেও বারবার শিরোপা অর্জন করা থেকে পিছিয়ে থেকেছে দলটি। 2023 আইপিএলের মেগা আসর শুরু হতে আর মাত্র 9 দিন বাকি। তাই নতুন আইপিএলের আসরে শিরোপা জয়ের নতুন স্বপ্ন দেখা শুরু করেছে বিরাট কোহলির দলটি। ব্যাঙ্গালোরের সমর্থকরা মনে করছেন, বিধ্বংসী এই পাঁচ ক্রিকেটারের হাত ধরে প্রথমবারের মতো শিরোপা জিতবে RCB।
১. বিরাট কোহলি: রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ওপর আস্থা রেখেছেন সমর্থকরা। আইপিএলের আসরে তার ব্যাট থেকে রান এলে শিরোপা জয় নিশ্চিত করতে সক্ষম হবে ব্যাঙ্গালোর। যদি আইপিএলে বিরাট কোহলির ক্যারিয়ার সম্পর্কে বলি, তবে 223টি আইপিএল ম্যাচে তার নামে 6624 রান রয়েছে।
২. গ্লেন ম্যাক্সওয়েল: অস্ট্রেলিয়ার ধামাকা ব্যাটসম্যান তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল পূরণ করতে পারেন ব্যাঙ্গালোরের দীর্ঘদিনের স্বপ্ন। বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন অস্ট্রেলিয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যান। আইপিএলে এখনো পর্যন্ত ম্যাক্সওয়েল 110টি ম্যাচে 2319 রান করেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now৩. ফাফ ডুপ্লেসিস: দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ওপেনার ডুপ্লেসিসের ঘাড়ে রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব। বিগত আইপিএলে তার ব্যাট থেকে একাধিক ধ্বংসাত্মক ইনিংস পেয়েছিল RCB। চলতি বছর তার ব্যাট থেকে রান এলে শিরোপা জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবে ব্যাঙ্গালোর। আইপিএল ক্যারিয়ারে তার নামে 116টি ম্যাচে 3403 রান রয়েছে।
৪. হার্সেল প্যাটেল: ভারতীয় এই ক্রিকেটার বিগত কয়েক বছর ধরে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ধ্বংসাত্মক হয়ে উঠেছেন। আইপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট দখলের তালিকায় ডোয়াইন ব্রাভোর সঙ্গে যুগ্মভাবে রয়েছে তার নাম। ধারাবাহিকতা বজায় থাকলে ব্যাঙ্গালোরের শিরোপা জয় অবশ্যম্ভবী।
৫. মোহাম্মদ সিরাজ: ভারতের অন্যতম সেরা চতুর বোলার মোহাম্মদ সিরাজ এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ধারাবাহিকতার কারণে বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় প্রতিটা সিরিজে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এই জোরে বোলার। ব্যাঙ্গালোরের শিরোপা জয়ের জন্য আসন্ন আসরে তার ভূমিকা থাকবে অন্যতম।