Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather Update: আসছে প্রবল বৃষ্টি, বাতাস বইবে ৬০ কিমি বেগে, রইল আবহাওয়ার আপডেট

কালবৈশাখীর সম্ভাবনা আবারও প্রবল। আলিপুর আবহাওয়া দপ্তর আজকের পূর্বাভাসে জানিয়েছে, শুধু গতকাল নয়, কালবৈশাখীর সম্ভাবনা আজকেও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার জন্য। কলকাতায় পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা…

Avatar

কালবৈশাখীর সম্ভাবনা আবারও প্রবল। আলিপুর আবহাওয়া দপ্তর আজকের পূর্বাভাসে জানিয়েছে, শুধু গতকাল নয়, কালবৈশাখীর সম্ভাবনা আজকেও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার জন্য। কলকাতায় পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর মাত্র দু’ঘণ্টার মধ্যে এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়।

আজ কলকাতার তাপমাত্রা থাকবে মোটামুটি স্বাভাবিক। তবে আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, কলকাতা হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে আজকে। তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও, আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৫ শতাংশের কাছাকাছি। পাশাপাশি, আজকে কলকাতার আকাশ থাকবে সম্পূর্ণ মেঘলা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতার মতোই হাওড়া জেলাতেও বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই জেলায় ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝড় ও বৃষ্টি হয়ে যেতে পারে। সেই সঙ্গেই ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক বৃষ্টি হতে পারে। তবে এই জেলায় ঝড়ের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।

About Author