Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অটল পেনশন যোজনায় পেনশন ৫০০০ থেকে বেড়ে হচ্ছে ১০০০০ টাকা? সিদ্ধান্ত জানিয়ে দিল মোদি সরকার

মোদি সরকার ক্ষমতায় আসার পরেই আমজনতার জন্য চালু করা হয়েছিল অটল পেনশন যোজনা। সংরক্ষিত ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের ৬০ বছর পেরোলেই এই পেনশন যোজনার সুবিধা পেতে শুরু করবেন তারা।…

Avatar

মোদি সরকার ক্ষমতায় আসার পরেই আমজনতার জন্য চালু করা হয়েছিল অটল পেনশন যোজনা। সংরক্ষিত ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের ৬০ বছর পেরোলেই এই পেনশন যোজনার সুবিধা পেতে শুরু করবেন তারা। না ওই পেনশনের পরিমাণ নির্ভর করছে কতটা প্রিমিয়াম একজন জমা দিতে পেরেছেন তার নিরিখে। এই পেনশনে টাকা বাড়ছে বলে কোন মহলে একটা জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই বিষয় নিয়ে এবার নিজেদের মন্তব্য পরিষ্কার করে দিল সরকার।

কোন ব্যক্তি যদি তার ৬০ বছর পার হলে পেনশন নিতে চান তাহলে পাঁচটি ধাপে এই পেনশন তাকে বেছে নিতে হবে। ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে। প্রিমিয়াম এর পরিমাণ এর উপর নির্ভর করে এই পেনশন আপনি পেতে পারবেন। এই পেনশন প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল বীমাকারীর মৃত্যু হলে, তার নিকট আত্মীয় এই পেনশন পেতে পারেন। এর গোটা বিষয়টি দেখভাল করে থেকে পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশের বহু সংখ্যক মানুষ এই পেনশন যোজনায় নাম লিখিয়েছেন এই মুহূর্তে। এই সংখ্যার কথা মাথায় রেখে PFRDA পেনশনের পরিমান বৃদ্ধি করার অনুরোধ করেছিল কেন্দ্রের কাছে। এই নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে। প্রস্তাব ছিল যেন ৫,০০০ থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয় পেনশন। তবে এই নিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভগবান সিং কারাদ জানিয়ে দিয়েছেন, এখনই পেনশনের পরিমাণ বৃদ্ধি করার কোন সিদ্ধান্ত নেয়নি সরকার।

About Author