Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather update: আর মাত্র তিন ঘন্টা, এরপরেই কালবৈশাখীর ভয়ানক তান্ডব চলবে কলকাতায়, আবহাওয়া দপ্তর জারি করল সতর্কতা

সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলার আকাশ রয়েছে মেঘলা। এবারে কলকাতা এবং বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আজ…

Avatar

সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলার আকাশ রয়েছে মেঘলা। এবারে কলকাতা এবং বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আজ এবং আগামীকাল কলকাতা এবং আশেপাশের এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সন্ধ্যা নাগাদ ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের এই চারটি জেলায় মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল। হাওয়া অফিস বলছে, এটাই মূলত কালবৈশাখী হতে পারে এ বছরের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুদিন আগে থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, আগামী কয়েক দিন এরকম চলতে থাকবে কলকাতা এবং আশেপাশের জেলাগুলির আবহাওয়ায়। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, আগামী ২১ তারিখ পর্যন্ত এরকম মেঘলা আকাশ থাকতে পারে। তবে ২২ তারিখ থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হবে। ঝড় বৃষ্টির সময় সকলকে সুরক্ষিত জায়গায় থাকতে উপদেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। যদি বেরোতেই হয় বাড়ি থেকে, তাহলে অবশ্যই যেনো ছাতা সঙ্গে থাকে।

About Author