Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Asfi Javed: ব্রাঞ্চ লুকে উরফির বোন, ব্লু শর্টসেই নজর কেড়েছেন আসফি (PHOTOS)

উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ার বিতর্কিত কুইন। তিনি যেখানে থাকবেন বিতর্ক সেখানে দানা বাঁধবেই। নিজের লাগামছাড়া কথাবার্তা ও সাজ-পোশাকের জন্য প্রায়ই চর্চায় থাকেন উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ার পাতা স্ক্রল করলেই উরফি…

Avatar

উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ার বিতর্কিত কুইন। তিনি যেখানে থাকবেন বিতর্ক সেখানে দানা বাঁধবেই। নিজের লাগামছাড়া কথাবার্তা ও সাজ-পোশাকের জন্য প্রায়ই চর্চায় থাকেন উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ার পাতা স্ক্রল করলেই উরফি জাভেদকে নিয়ে কোনো না কোনো খবর চোখে পড়ে। তবে এই প্রতিবেদনে অভিনেত্রীকে নিয়ে নয়, তার বোন আসফি জাভেদকে নিয়ে কথা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসফি জাভেদ রূপে গুণে রীতিমতো টেক্কা দিতে পারেন বলিউডের তাবড় তাবড় নায়িকাদের। তিনি পেশায় একজন ভ্লগার। তার ফলোয়ার্সের সংখ্যা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা অসংখ্য, সেটা তার অ্যাকাউন্ট দেখলেই স্পষ্ট হবে। তার ড্রেসিং সেন্স তার দিদির মতই দুর্দান্ত। উরফি ও ডলি জাভেদের মতই তিনিও সোশ্যাল মিডিয়ার সেনসেশন। তার শেয়ার করা যেকোনো ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় নিমেষে।

সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি যথেষ্ট অ্যাক্টিভ। নেটমাধ্যমে তার ভক্তের সংখ্যা চোখে পড়ার মতো। তার সাজগোজ, পোশাক-আশাকের ধরন সবটাই নজর টানে নেটিজেনদের। তার রূপ রীতিমতো উষ্ণতা ছড়ায় সোশ্যাল মিডিয়ার পাতায়। তার ভ্লগ দেখার অপেক্ষায় থাকেন অসংখ্য মানুষ। সম্প্রতি তারই ব্রাঞ্চ লুক ভাইরাল গোটা নেটদুনিয়ায়। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে আসফিকে ক্যামেরার সামনেই রেডি হতে দেখা গিয়েছে। প্রথমে বাড়ির পোশাকে থাকলেও পরে ক্যামেরার সামনেই ধীরে ধীরে পরেছেন পোশাক। এদিন হালকা নীল রঙের শর্টসে,সাদা স্লিভলেস টপ ও নীল ওভার সাইজ শার্টেই দেখা মিলেছে তার। হালকা মেকাপের পাশাপাশি চুলের হস্টেলে বেঁধেছিলেন মানানসই নীল ফিতেও। আপাতত আসফি নিজের এই সাম্প্রতিক লুক দিয়েই নজর কেড়েছেন একাংশের। মুগ্ধ করেছেন ভক্তদেরও।

About Author