ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত রয়েছেন ঋষভ পন্থ। তবে কবে তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম ইঙ্গিত দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে এশিয়া কাপ, আইপিএল, ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মত মেগা টুর্নামেন্ট গুলি মিস করবেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন, যাতে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন।On to baby steps !!! This champion is going to rise again 🔜 .was good catching up and having a laugh 😅what a guy positive and funny always !! More power to you 🤛 💫 @RishabhPant17 pic.twitter.com/OKv487GrRC
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 16, 2023
Indian Cricketer: অসুস্থ পন্থের সঙ্গে দেখা করলেন যুবরাজ সিং, সাহস যোগালেন ক্যান্সার জয়ী
ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ এই মুহূর্তে মানবেতর জীবনযাপন করছেন। দুর্ঘটনার পর বর্তমানে নিজের পরিবারের সঙ্গে সেরে ওঠার লড়াই করছেন ভারতের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। আপনাদের জানিয়ে রাখি, ৩০…

আরও পড়ুন