নতুন কিছুর জন্য তৈরি অভিনেত্রী। সম্প্রতি নিজের বেশ কিছু ঝলক শেয়ার করে তেমন কথাই জানালেন তিনি। এই মুহূর্তে মোনালিসাকে অফশোল্ডার গোলাপি রঙের চুরিদারে দেখা গিয়েছে। সাথে তুঁতে ওড়নাও নিয়েছিলেন তিনি। মাথাতেও তুঁতে ওড়না বেঁধেছিলেন অভিনেত্রী। তাতে লাগিয়েছিলেন ব্রোচও। সাথে ঘড়ির পাশাপাশি পরেছিলেন মানানসই অলংকার। নিয়েছিলেন মানানসই নুড মেকাপ। খুব শীঘ্রই তার নতুন কোন শো আসতে চলেছে, তারই প্রস্তুতিতে এই সাজে অভিনেত্রী। আপাতত, নিজের এই রেট্রো লুকের সূত্র ধরে সেকথাই জানালেন অভিনেত্রী।
অফশোল্ডার চুরিদারে রেট্রো লুকে Monalisa, সুন্দর স্টাইল দেখে হুঁশ উড়ল ভক্তদের
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন