উল্লেখ্য, বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছিলেন তিনি। জুহি পারমার অভিনীত ‘কুমকুম’এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল অক্ষিতা গারুরের। তবে দীর্ঘসময় পর্দায় তার দেখা না মেলায় সাধারণের স্মৃতির পাতা থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়েছেন অভিনেত্রী। তবে হঠাৎ সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশকিছু ছবি ভাইরাল হতেই আবারো চর্চার আলোয় অভিনেত্রী।অভিনেত্রীর বর্তমান ঝলক দেখে নেটজনতার একাংশের মত, তিনি বলে বলে টেক্কা দিতে পারেন বলিউডের একাধিক ডিভাদের। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। বর্তমানে একাধিক বোল্ড ফটোশুটেও দেখা মেলে তার। সেই ঝলকও মিলবে নেটদুনিয়াতেই। আপাতত, সেইসমস্ত ঝলকের সূত্র ধরেই পুনরায় নেটজনতার একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী। ধুলো জমে থাকা স্মৃতির পাতা থেকে আবারো শিরোনামে অজয়-কাজলের অনস্ক্রিন কন্যা অক্ষিতা গারুর।
মনে আছে কাজল-অজয়ের অনস্ক্রিন কন্যা নেহা কিশোরকে? এখন পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন তাঁর সুন্দর ছবি
অজয় দেবগন ও কাজল দুজনেই অফস্ক্রিনের পাশাপাশি অনস্ক্রিনেরও অন্যতম প্রথম সারির হিট জুটি। আর এই হিট জুটির মেয়ের চরিত্রে অভিনয় করেই একসময়ে মিডিয়ার শিরোনামে এসেছিলেন অক্ষিতা গারুর। তবে বর্তমানে পর্দায়…

আরও পড়ুন