Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BAN Vs ENG: T20 সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ! শেষ ম্যাচেও লজ্জার হার ব্রিটিশদের

টি-টোয়েন্টি দীপাক্ষিক সিরিজে শক্তিশালী ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করলো সাকিব আল হাসানের বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা। তবে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পূর্বে তাদের নিয়ে…

Avatar

টি-টোয়েন্টি দীপাক্ষিক সিরিজে শক্তিশালী ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করলো সাকিব আল হাসানের বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা। তবে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পূর্বে তাদের নিয়ে একরকম ছেলেখেলা করলো বাংলাদেশ। সিরিজ শুরু হওয়ার পূর্বে অনেকেই ধারণা করেছিলেন, বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নেবে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। তবে সমীকরণ পাল্টে ঘরের মাটিতে ইংল্যান্ডকে যোগ্য জবাব দিল সাকিব আল হাসানের দল।

যদি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় তবে আপনি জানলে অবাক হবেন যে, ইতিপূর্বে বাংলাদেশ পৃথিবীর কোন বাঘা দলকে টি-টোয়েন্টি ক্রিকেটে হোয়াইটওয়াশ করতে পারেনি। ইতিপূর্বে ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে একবার হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তাছাড়া জিম্বাবুয়ের পাশাপাশি আরব আমিরাতকেও একবার হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে এবার বিশ্বচ্যাম্পিয়নকে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে পরাস্ত করে ক্রিকেটে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে এমনিতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। তাই গতকাল শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পূর্বে বাংলাদেশী ক্রিকেটারদের বেশ আত্মনির্ভর দেখাচ্ছিল। শুরুতেই লিটন দাসের ৭৩ রানের ধ্বংসাত্মক ইনিংস এবং মিডল ওর্ডারে নাজমুল হোসেন শান্তর ৪৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে ইংল্যান্ডের সামনে ১৫৯ রানের লক্ষ্য মাত্রা রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশী বোলারদের সামনে যেন আত্মসমর্পণ করে ব্রিটিশরা। সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৪২ রান করতে সক্ষম হয় জস বাটলারের দল। ফলে শেষ ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে হেরে বাড়ি ফিরেছে শক্তিশালী ইংল্যান্ড।

About Author